টপ অর্ডার ও পেসারদের কাছে চাওয়া জানালেন ডমিঙ্গো

ছবি: ফিরোজ আহমেদ

প্রথম ওয়ানডের ভেন্যু সেঞ্চুরিয়নে ব্যাটাররা ঘুরিয়ে থাকেন ছড়ি। আবার দক্ষিণ আফ্রিকার কন্ডিশন ও উইকেট পেসারদের জন্য দারুণ সহায়ক। তাই বাংলাদেশের টপ অর্ডার ও ফাস্ট বোলারদের দিকে বাড়তি প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছেন কোচ রাসেল ডমিঙ্গো।

আগামী শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে মোকাবিলা করবে সফরকারী বাংলাদেশ। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায়।

বুধবার বাংলাদেশ দলের অনুশীলন চলাকালে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ডমিঙ্গো জানিয়েছেন, টপ অর্ডার ও ফাস্ট বোলারদের কাছে নির্দিষ্ট কিছু চাওয়া রয়েছে তার। ব্যাটিংয়ে প্রথম ২০ ওভারে ভালো শুরু আনতে হবে, বোলিংয়ে শুরুর দিকে উইকেট তুলে নিয়ে চেপে ধরতে হবে প্রোটিয়াদের, 'দুই বিভাগেরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আছে। তাদের বোলাররা বিপজ্জনক এবং আমাদের প্রথম ২০ ওভারে ভালো খেলতে হবে। আমাদের কিছু ভালো ফাস্ট বোলার আছে এবং আমরা যদি প্রথম দিকে উইকেট নিতে পারি, তাহলে তারা চাপে থাকবে। এই সিরিজে দুই বিভাগের দক্ষতাই সমান গুরুত্বপূর্ণ হবে।'

বাংলাদেশের টপ অর্ডারে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে আছেন ছন্দে থাকা লিটন দাস, দলের সেরা তারকা সাকিব আল হাসান, দারুণ প্রতিভাবান নাজমুল হোসেন শান্ত ও উদীয়মান মাহমুদুল হাসান জয়। পেস আক্রমণে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের পাশাপাশি রয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী ও প্রথমবারের মতো ওয়ানডে সংস্করণে জায়গা পাওয়া সৈয়দ খালেদ আহমেদ। তাদের উপস্থিতিতে সামনে থাকা ভীষণ চ্যালেঞ্জিং সিরিজ নিয়ে দারুণ আত্মবিশ্বাসী ডমিঙ্গো, 'ওয়ানডে দল নিয়ে আমি খুব খুশি। আমাদের দলে ভারসাম্য রয়েছে এবং ব্যাটিংয়ে ভালো গভীরতা রয়েছে। আমাদের টপ অর্ডার অভিজ্ঞ এবং ভালো কিছু তরুণ ফাস্ট বোলাররা আছে। তাই আমরা একটি ভারসাম্যপূর্ণ দল পেয়েছি, যা আমাদের এই সিরিজে অনেক আত্মবিশ্বাস যোগাচ্ছে।'

দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সব সংস্করণ মিলিয়ে ১৯ ম্যাচ খেলে এখনও জয়হীন বাংলাদেশ। এবার সেই অপেক্ষার পালার ইতি টানার দারুণ সুযোগও দেখছেন টাইগার কোচ ডমিঙ্গো। তিনি ও তার শিষ্যরা অনুপ্রেরণা নিতে পারেন সবশেষ নিউজিল্যান্ড সফর থেকে। চলতি বছরের জানুয়ারিতে অবিশ্বাস্য পারফরম্যান্সে মাউন্ট মঙ্গানুই টেস্টে কিউইদের হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। তাতে নিউজিল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে হারের বড় বৃত্তও ভাঙা পড়ে।

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

6h ago