এখন থেকে অব্যবহৃত ডেটা-টকটাইম যোগ হবে পরের প্যাকেজে
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2022/03/15/carry_forward_btrc_bangladesh_internet.jpeg)
এখন থেকে মোবাইল ফোনের অব্যবহৃত ডেটা-টকটাইম পরের প্যাকেজে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
মঙ্গলবার টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) প্রাঙ্গণে এ বিষয়ে সরকারের নির্দেশনা কার্যকরের ঘোষণা দেন।
এ সময় মন্ত্রী জানান, প্যাকেজ পরিবর্তনের কারণে ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে অব্যবহৃত ডেটা-টকটাইম নিয়ে সমস্যায় পড়েছেন। এই নতুন নির্দেশনার পর টেলিকম অপারেটরদের এই চর্চা বন্ধ হবে।
বিটিআরসি কর্মকর্তারা জানান, টেলিকম অপারেটরদের বেশ কিছু প্যাকেজ আছে যেগুলোতে মেয়াদ শেষ হয়ে গেলে ডেটা-টকটাইম বাতিল হয়ে যায়।
এভাবে ব্যবহারকারীদের নতুন প্যাকেজ নিতে বাধ্য করা হয়।
নতুন নির্দেশনায় প্যাকেজের সংখ্যা প্রায় অর্ধেক কমে যাবে। এ নির্দেশনা অনুযায়ী অপারেটরদের বিভিন্ন নতুন নতুন অফারের এসএমএস পাঠানোও কমে আসবে।
এর আগে গত ১ মার্চ বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে মোবাইলের অব্যবহৃত ডেটা ও টকটাইম নতুন প্যাকেজে ১৫ মার্চের পর থেকে যোগ হবে।
তবে এ নির্দেশনা প্রথমে এ মাসের শুরু থেকেই কার্যকর হওয়ার কথা ছিল।
Comments