বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পুরো শক্তির দল দিল দ. আফ্রিকা

South Africa

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য কোন রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে যায়নি দক্ষিণ আফ্রিকা। নিয়মিত তারকাদের প্রায় সবাইকে রেখেই দল ঘোষণা করেছে তারা। তবে ফিটনেসের কারণে নেই পেসার আনরিক নরকিয়া ও সিসান্দা মাগালা।

১৮ মার্চ সেঞ্চুরিয়নে শুরু হবে দুই দলের প্রথম ওয়ানডে। ২০ মার্চ জোহেন্সবার্গে দ্বিতীয় ও ২৩ মার্চ ফের সেঞ্চুরিয়নে হবে শেষ ম্যাচ।

ওয়ানডে দল ঘোষণা করলেও আইপিএল জটিলতায় টেস্ট স্কোয়াড এখনো জানাতে পারছে না প্রোটিয়ারা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নির্বাচক ভিক্টর এমপিটসাঙ্গ ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে জানান, টেস্ট স্কোয়াডে না থাকা ক্রিকেটাররা ওয়ানডে সিরিজ শেষে আইপিএল খেলতে যেতে পারবেন।

তবে টেস্ট স্কোয়াডেও থাকেন এমন ছয় ক্রিকেটারের বেলায় সিদ্ধান্তের জন্য আরও অপেক্ষা করতে হবে, 'ছয় ক্রিকেটারদের কাছ থেকে আমরা আরও পরিষ্কার ছবি চাইছি। আশা করছি দু'একদিনের মধ্যে তা পাওয়া যাবে।'

এমনিতে কোন ক্রিকেটার যদি জাতীয় দলের খেলা বাদ দিয়ে আইপিএল বেছে নিতে চান তাহলে তাতে সায় আছে প্রোটিয়া ক্রিকেট বোর্ডের। ওয়ানডে সিরিজে সমস্যা না হলেও টেস্ট সিরিজের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে এবারের আইপিএল।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ শুরু হবে ৩১ মার্চ, শেষ হবে ১২ এপ্রিল। ততদিনে আইপিএলের অনেকগুলো ম্যাচ হয়ে যাওয়ার কথা। কাগিসো রাবাদা, আনরিক নরকিয়ারা আইপিএল নাকি টেস্ট সিরিজ, কোনটাকে প্রাধান্য দিবেন তা জানতে চান তাদের টেস্ট অধিনায়ক ডিন এলগারও।

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহ-অধিনায়ক), কুইন্টেন ডি কক, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, ইয়ানেমান মালান, এইডেন মার্ক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, ওয়েইন পারনেল, আন্দেলো ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইনা। 

Comments

The Daily Star  | English
The BNP has submitted 62 constitutional reform proposals to the Constitution Reform Commission.

BNP unveils vision for ‘rules-based’ society

The BNP yesterday submitted to the constitution reform commission its 62 recommendations designed to establish a rules-based structure and ensure checks and balances of power.

8h ago