বইমেলায় গবেষণাধর্মী বইয়ের চাহিদা বাড়ছে

ছবি: ইমরান মাহফুজ/স্টার

অনলাইন, ই-বুক যখন জনপ্রিয় হয়ে উঠেছে, এ সময়ে এসে বইমেলায় গল্প, কবিতা, উপন্যাসের পাশাপাশি গবেষণাধর্মী বা বিষয়ভিত্তিক বইয়ের চাহিদা বেড়েছে। বিশেষ করে আত্মজীবনী, সাক্ষাৎকার, দেশভাগ, ভাষা আন্দোলন, সাহিত্য-সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ ও একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে প্রকাশিত বই পড়ে নিজেদের সমৃদ্ধ করছেন অনেকে।

একুশে বইমেলায় প্রকাশকরা জানান,  এবার গবেষণাধর্মী বইয়ের পাঠক বেড়েছে। বিশেষ করে তরুণরা নানা বিষয় নিয়ে জানতে চান। ফলে বিষয় ধরে ধরে মেলায় এসে তারা এ সব বই খোঁজেন।

পাঠক সমাবেশের সাহিদুল ইসলাম বিজু দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা সারা বছর মননশীল বই প্রকাশ করি। মেলাকেন্দ্রিক জনপ্রিয় বই আমরা প্রকাশ করি না। আর সিরিয়াস বইয়ের চাহিদা মেলা ছাড়াও থাকে এবং তা ধীরে ধীরে বাড়তে থাকে। সাহিত্য সংস্কৃতি বিষয়ক গুরুত্বপূর্ণ বই প্রকাশ করাই আমাদের উদ্দেশ্য।'

জানতে চাইলে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এবারের বইমেলা সত্যি অনেক বড় আয়োজনের। বইমেলা এমনই জমজমাট হওয়া উচিৎ। আশা করি গতবারের ক্ষতি কাটিয়ে উঠতে পারবে সবাই।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ বলেন, 'মননশীল চর্চা ও বই সংগ্রহ আমার আগ্রহের বিষয়। এর মাধ্যমে আমি অজানা অচেনা অধ্যায়ের সাক্ষী হই। নিজেও এমন বিষয় নিয়ে কাজ করতে আগ্রহী।'

সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'গল্প-উপন্যাস আমাকে আনন্দ দেয়। কিন্তু গবেষণা আমাকে নতুন কিছু শেখায়। নিজেকে জানার ও বোঝার জন্য সিরিয়াস বইয়ের বিকল্প নেই। তাই আমি নিজেকে সমৃদ্ধ করতে গবেষণাধর্মী বই সংগ্রহ করি মেলা থেকে।'

প্রাবন্ধিক আহমেদ মাওলা জানান, মেলাকেন্দ্রিক নতুন বইয়ের ছাপা ও সম্পাদনার মান ভালো হয় না। তাছাড়া গবেষণামূলক বইয়ের জন্য তাড়াহুড়ো করা একেবারেই উচিৎ না।

এমন বই পরিকল্পনামাফিক সারাবছর প্রকাশ করা ভালো বলে মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার বইমেলায় আসা নতুন বইয়ের মধ্যে আছে-বাতিঘর থেকে প্রকাশিত জামিল বিন সিদ্দিকের মুখোমুখি বঙ্গবন্ধু, পাঠক সমাবেশ থেকে ফয়জুল লতিফ চৌধুরীর জীবনানন্দের পত্রাবলি, কামাল চৌধুরীর শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন, নাসির আলী মামুনের জয় বঙ্গবন্ধু, আঁখি সিদ্দিকার এবং তাহারা, প্রথমা থেকে আনোয়ারা সৈয়দ হকের ল্যু সালোমে এবং নিতসে, রিলকে ও ফ্রয়েড, মৃদুল থেকে অধ্যাপক আ ব ম ফারুকের খাদ্যে সন্ত্রাস, ইউপিএল থেকে সফিক ইসলামের পিথাগোরাসের জগৎ, নালন্দা থেকে মনদীপ ঘরাইয়ের আমাকে বোঝেনি কেউ।

এছাড়া অনন্যা থেকে ইমদাদুল হক মিলনের অচিন ফুলের গন্ধ, ঐতিহ্য থেকে প্রকাশিত রাকিবুল রকির দ্য কার্স অব দ্য মমি অ্যান্ড দ্য ব্ল্যাক ক্যাট, রাশেদুল বারীর আজাদী আন্দোলনের কিংবদন্তি ফজলে হক খয়রাবাদী, উত্তরণ থেকে অধ্যাপক আহমেদ মাওলার সত্তরদশকের কথাসাহিত্য, সাহিত্য দেশ থেকে আল নাহিয়ানের আমাদের আর কোনদিন একত্রে মন খারাপ হবে না- বইগুলো মেলায় এসেছে আজ।

Comments

The Daily Star  | English

Foreign fruits turn costlier for duty hike

Recent supplementary duty (SD) hikes on the import of fruits have dealt a fresh blow to people who were already cutting back on these delicacies since the imposition of regulatory duties in mid-2022..On January 9, the National Board of Revenue (NBR) increased the supplementary duty on the

2h ago