প্রত্যাশার চাপ সামলে প্রোটিয়া চ্যালেঞ্জ নিচ্ছেন মুমিনুল

Mominul Haque
বাংলাদেশ টেস্ট মুমিনুক হক। ছবি: ফিরোজ আহমেদ

দক্ষিণ আফ্রিকা সফরের আগে এবার ভিন্ন আমেজে বাংলাদেশ দল। কারণ দেশের বাইরে টেস্টে সাফল্য না পাওয়ার দুর্নামটা অন্তত ঘুচেছে টাইগারদের। মাউন্ট মঙ্গানুইয়ের সেই ঐতিহাসিক জয়ই সব বদলে দিয়েছে। স্বাভাবিকভাবেই টাইগারদের কাছে প্রত্যাশা বেড়েছে সমর্থকদের। তাতে বেড়েছে চাপও। তবে সে চাপ সামলে দক্ষিণ আফ্রিকায় ভালো কিছু করার চ্যালেঞ্জটা নিচ্ছেন বাংলাদেশের টেস্ট সংস্করণের অধিনায়ক মুমিনুল হক।

তবে মাউন্ট মঙ্গানুইয়ের সেই জয় হতে পারে অনুপ্রেরণাও। মুমিনুলও মানছেন সেটা। তবে অতীত নিয়ে ভাবতে নারাজ অধিনায়ক, 'এটা অবশ্যই আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। কারণ একটা বড় দলের বিপক্ষে তাদের মাটিতে ম্যাচ জেতা বড় ব্যাপার। তবে আমাদের অতীত নিয়েও বেশি ভাবনার প্রয়োজন নেই।'

উল্টো সেই জয়ে নিজেদের চ্যালেঞ্জটাই বেশি দেখছেন মুমিনুল, 'আমাদের দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে ভাবতে হবে। যেহেতু আমাদের নিয়ে মানুষের প্রত্যাশাও বেড়েছে, তাই আমাদের পরবর্তী চ্যালেঞ্জ হিসেবে দক্ষিণ আফ্রিকা সিরিজে কেমন করি সেটা গুরুত্বপূর্ণ। অন্যান্য দলগুলো আমাদের আগে যেভাবে দেখত, এখন নিশ্চয়ই সেভাবে দেখবে না। দলগুলো এখন আমাদের আরও গুরুত্ব দেবে। সেদিক থেকে চ্যালেঞ্জও থাকবে।'

দক্ষিণ আফ্রিকা সফরের আগে বাংলাদেশ টাইগার্সের প্রোগ্রামে বগুড়ায় অনুশীলন করছেন মুমিনুলরা। সেখানকার উইকেট তৈরি করা হয়েছে অনেকটা প্রোটিয়াদের উইকেটের আদলে। যদিও মুমিনুলের প্রত্যাশা পূরণ হয়নি। কন্ডিশনের ভিন্নতার কারণেই সম্ভব হয়নি। তবে কাজ চালিয়ে নিচ্ছেন তারা। আর নিয়মিত অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ভালো কিছুর প্রত্যাশায়।

সবকিছুর আগে নিজেদের প্রক্রিয়াটা ঠিক রাখাই লক্ষ্য অধিনায়কের, 'বগুড়ার উইকেট সবসময় ভালো হয়। যেমন চেয়েছিলাম তেমন হয়তো হয়নি। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে এখানকার কন্ডিশনের পার্থক্য অনেক। এমন সফরের আগে একটা প্রক্রিয়ার মধ্যে থাকাটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিদেশ সফরের ক্ষেত্রে এটা জরুরী। আমার কাছে মনে হয় এটা আমাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে থাকতে সাহায্য করেছে। এর চেয়ে বেশি কিছু না।'

'আমি এখানে ক্যাম্প করেছি তাই দক্ষিণ আফ্রিকায় ভালো করব, এই নিশ্চয়তা দিতে পারব না। আমি প্রক্রিয়াটা ঠিক রাখতে চাই। প্রক্রিয়া ঠিক থাকলে ভালো করতে পারব। বোর্ড আমাদের যে সুযোগটা করে দিয়েছে, সেটা আমাদের জন্য ভালো হবে। এখানকার কন্ডিশনও খুব ভালো ছিল। ব্যাটসম্যান-বোলার সবার জন্যই। যারা বাংলাদেশের জন্য ভবিষ্যতে খেলবে, তাদের জন্য এটা খুব ভালো একটা ক্যাম্প হয়েছে বলে আমার মনে হয়।' - যোগ করেন মুমিনুল।

Comments

The Daily Star  | English
36 Days of July revolution

You have crushed fascism, now strengthen democracy and press freedom

The Daily Star Editor Mahfuz Anam's appeal to the ‘new generation leaders’

14h ago