ইউক্রেনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা

এশিয়ার পুঁজিবাজার ১৬ মাসে সর্বনিম্ন

ছবি: রয়টার্স ফাইল ফটো

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিপ্রেক্ষিতে এশিয়ার পুঁজিবাজার গত ১৬ মাসে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে তুমুল লড়াইয়ের সংবাদ প্রচারিত হওয়ার পর এশিয়ার পুঁজিবাজার ও ইউরোপীয় মুদ্রা ইউরো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

পাশাপাশি, তেলের দাম বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা ভয় পেয়ে বাজারের ওপর আস্থা হারান।

প্রতিবেদন মতে, জাপানের পুঁজিবাজারের সূচক ২ দশমিক ৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজারের সূচক ১ দশমিক ২ শতাংশ, চীনের পুঁজিবাজারের সূচক শূন্য দশমিক ৯ শতাংশ ও হংকংয়ের পুঁজিবাজারের সূচক ২ দশমিক ৫ শতাংশ কমেছে।

এ ছাড়াও, অস্ট্রেলিয়ার পুঁজিবাজারের সূচকও ১ শতাংশ কমেছে।

সিঙ্গাপুরের ওসিবিসি ব্যাংকের বিনিয়োগ কৌশল বিভাগের নির্বাহী পরিচালক বসু মেনন গণমাধ্যমকে বলেন, 'পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার সংবাদে পুঁজিবাজার উদ্বিগ্ন। এর ঝুঁকি হলো যুদ্ধ দীর্ঘস্থায়ী হচ্ছে, অনেকে ভুল হিসাব ও অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখাচ্ছেন।'

Comments

The Daily Star  | English

57pc graduates struggle to get jobs: study

Around 57 percent graduates in Public Health discipline face significant challenges in finding jobs in relevant fields, according to a new study by Bangladesh Health Watch (BHW)

5h ago