আফগানদের জন্য মিরপুরে ঘাসের উইকেট

Russell Domingo & Gamini De Silva
প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার কাছ থেকে উইকেটের হালচাল জেনে নিচ্ছেন কোচ রাসেল ডমিঙ্গো। ছবি: ফিরোজ আহমেদ

দূর থেকেই দেখা যাচ্ছিল উইকেটে ঘাসের আচ্ছাদন। ম্যাচের আগে কিছু ঘাস কাটা হলেও উইকেটে সবুজের আভা থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণও অনুমেয়,  আফগান স্পিনারদের ভোতা করে দিতেই বাংলাদেশ হাঁটছে এমন পথে।

টি-টোয়েন্টিতে আফগানিস্তানের স্পিন আক্রমণ যেকোনো দলের জন্যই বিপদজনক। রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবি- এই স্পিন ত্রয়ী ১২ ওভারে প্রতিপক্ষের উপর চাপ জারি রাখেন। সহায়ক কন্ডিশন হলে তাদের সামলানো হয় বেশ কঠিন।

২০ ওভারের ক্রিকেটে তাদের ১২ ওভারের কার্যকারিতা কমিয়ে দিতে পারলে সুযোগ বেড়ে যায় বাংলাদেশের। এসব মাথায় রেখেই মিরপুরের চিরায়ত মন্থর উইকেটের বদলে পেসারদের সুবিধা নিয়ে আসা হচ্ছে। বুধবার সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ জানান উইকেটে ঘাস থাকলে লাভবান হবেন তারা, 'আশা করি, এটা ভালো উইকেট হবে। স্পোর্টিং উইকেট হবে। ঘাস আছে, সম্ভবত এটা আমাদের বোলারদের সহায়তা করবে এবং ব‍্যাটসম‍্যানদেরও সহায়তা করবে। আমার মনে হয়, এখানে শুরুতে যদি কিছুটা সময় নেওয়া যায়, ব‍্যাটসম‍্যানদের খুব ভালো সময় কাটবে এই উইকেটে।'

উইকেট দেখছেন রশিদ খানরা। ছবি: ফিরোজ আহমেদ

উইকেট অনুযায়ী একাদশ সাজানোরও একটা চ্যালেঞ্জ থাকে। সেক্ষেত্রে তিন পেসার নাকি দুই পেসার খেলানো হবে? এই ধরণের প্রশ্ন অবশ্য এড়িয়ে গেলেন তিনি,  'তিন পেসার খেলতে পারে, দুই পেসারও খেলতে পারে। আপনারা কাল দেখতে পারবেন।'

মাহমুদউল্লাহ খোলাসা না করলেও একাদশে তিন পেসার দেখার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমানের সঙ্গে থাকবেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। সাকিব আল হাসান আর শেখ মেহেদী হাসান সামলাবেন স্পিন বিভাগ।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল ৩টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি। 

Comments

The Daily Star  | English
taka weakens against us dollar in Bangladesh

Taka weakens against US dollar again

The inter-bank exchange rate hit Tk 122.78 per US dollar today

1h ago