১০০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে বাংলাদেশ
সমীকরণটা আগেই জানা ছিল। জিতলেই আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়েই সেই লক্ষ্য পূরণ করেছে তারা। একই সঙ্গে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্টও সংগ্রহ করেছে টাইগাররা।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানকে ৮৮ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩০৬ রানের বড় পুঁজি পায় স্বাগতিকরা। জবাবে ২৯ বল বাকি থাকতেই ২১৮ রানে গুটিয়ে যায় আফগানরা।
বড় জয়ে সুপার লিগের পয়েন্ট তালিকায় ইংল্যান্ডকে দ্বিতীয় স্থানে নামিয়ে দিয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেছে টাইগাররা। মোট ১০টিতে জিতেছে তারা। তাতেই তাদের নামের পাশে জমা হয়েছে ১০০ পয়েন্ট।
দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড এখন পর্যন্ত খেলেছে ১৫ ম্যাচ। তাদের জয় নয়টি। সেখান থেকে তাদের অর্জন ৯০ পয়েন্ট। আরেকটি ম্যাচ টাই হওয়ায় ৫ পয়েন্ট যোগ হয়ে মোট ৯৫ পয়েন্ট দলটির।
এরপরই আছে ভারত। ১২ ম্যাচে নয়টি জয় থাকলেও তাদের সংগ্রহ ৭৯ পয়েন্ট। পেনাল্টির কারণে ১ পয়েন্ট কাটা গেছে তাদের। চতুর্থ স্থানে আছে আয়ারল্যান্ড। ১৮ ম্যাচে ছয়টি জয় তাদের। সঙ্গে দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের সংগ্রহ ৬৮ পয়েন্ট। সমান ম্যাচে ছয়টি জয় ও একটি টাই ম্যাচ থেকে ৬২ পয়েন্ট নিয়ে পাঁচে আছে শ্রীলঙ্কা। পেনাল্টির কারণে ৩ পয়েন্ট কাটা গেছে তাদের।
অস্ট্রেলিয়া আছে ছয় নম্বরে। নয় ম্যাচে ছয়টি জয়ে ৬০ পয়েন্ট তাদের। তাদের সমান পয়েন্ট হলেও সাত নম্বরে রয়েছে আফগানিস্তান। রান রেটে পিছিয়ে আছে দলটি। বাংলাদেশের আসার আগে সুপার লিগে অপরাজিত ছিল তারা। সেই অপ্রতিরোধ্য যাত্রা থেমে গেছে। আট ম্যাচের মধ্যে ছয়টিতে জিতেছে তারা।
আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৫ ম্যাচে ৫০ পয়েন্ট, নয় নম্বরে থাকা পাকিস্তানের নয় ম্যাচে ৪০ পয়েন্ট, দশ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার দশ ম্যাচে ৩৯ পয়েন্ট (১ পয়েন্ট কাটা), ১১ নম্বরে থাকা জিম্বাবুয়ের ১২ ম্যাচে ৩৫ পয়েন্ট (একটি টাই), ১২ নম্বরে থাকা নিউজিল্যান্ডের তিন ম্যাচে ৩০ পয়েন্ট ও সবার নিচে থাকা নেদারল্যান্ডসের সংগ্রহ সাত ম্যাচে ২৫ পয়েন্ট (একটি টাই)।
আগামী ২০২৩ সালের ভারত বিশ্বকাপে অংশ নেবে দশটি দল। স্বাগতিক হিসেবে ভারতের বিশ্বকাপে খেলা নিশ্চিত। তাদের পাশাপাশি সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ সাতটি দল সরাসরি জায়গা পাবে বিশ্বকাপের মূল পর্বে।
Comments