সাগর-রুনি হত্যার দ্রুত বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডিআরইউ’র স্মারকলিপি

সাগর সারওয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য মাছরাঙা টেলিভিশনের সাবেক বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে স্মারকলিপি দিয়েছে ডিআরইউ।

আজ রোববার দুপুরে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় ডিআরইউ'র যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল কাফি, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ ও কার্যনির্বাহী সদস্য সুশান্ত কুমার সাহা উপিস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদানকালে এ মামলার তদন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্তে 'যথেষ্ট দেরি হয়েছে' স্বীকার করে মন্ত্রী বলেন, 'তদন্ত প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে। সরকার বসে নেই, কাজ চলছে।'

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনিকে রাজধানীর নিজ বাসায় হত্যা করা হয়।

সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে এবার ডিআরইউ ৩ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। প্রথম দিন ছিল মোমবাতি প্রজ্বলন। ডিআরইউ চত্বরে গত বৃহস্পতিবার রাতের এই কর্মসূচিতে সাগর সারওয়ার ও মেহেরুন রুনি দম্পতির একমাত্র সন্তান মাহির সারওয়ার মেঘ এবং রুনির ভাই নওশের রোমান উপস্থিত ছিলেন। এরপর গত শুক্রবার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করা হয়।

দ্রুত বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দেবে ডিআরইউ।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

3h ago