আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৭ মাত্রার ভূমিকম্প

আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

আজ শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানায় ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮১ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের কারণে জম্মু ও কাশ্মীরসহ ভারতের রাজধানী দিল্লিতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

এতে আরও জানানো হয়, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৫৯ কিলোমিটার উত্তর-পূর্বে এবং তাজিকিস্তানের দুশানবের ৩১৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। যা পাকিস্তানের ইসলামাবাদের ৩৪৬ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের ৪২২ কিলোমিটার উত্তরপশ্চিমে এবং গুলমার্গের ৩৯৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত বলে জানিয়েছে ভারতের জাতীয় ভূমিকম্প সতর্কীকরণ কেন্দ্র।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

10 die of dengue

886 hospitalised in the last 24 hours

Now