গাড়ি নয়, চলতি বছর রোবটে সম্ভাবনা দেখছে টেসলা

ছবি: সংগৃহীত

গাড়ি নয়, চলতি বছর টেসলার রোবট থাকবে জনপ্রিয়তার শীর্ষে; এরকম একটি মন্তব্য করেছেন প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তার এই ঘোষণার পর অনেকে ধারণা করছেন, অটোমেশন নিয়ে কল্পকাহিনীর জগতে পড়ে থাকার দিন বুঝি ফুরিয়ে আসছে। আর সেটা হতে যাচ্ছে টেসলার হাত ধরে।

টেসলার 'মডেল পাই' মোবাইল ফোন বাজারে আসার গুঞ্জন রয়েছে। একই সঙ্গে চলতি বছর ইলন মাস্ক অপটিমাস রোবটের পরীক্ষামূলক সংস্করণের কাজ শুরুর কথাও জানিয়েছেন। 

গত বছর গ্রীষ্মে উন্মোচন করা হয় টেসলা বট। ছবি: সংগৃহীত

গত বছর আগস্ট মাসে এআই ডে অনুষ্ঠানের আসরে টেসলার মানবসদৃশ রোবটের চমৎকার ভঙ্গিতে নাচের দৃশ্য নিশ্চয়ই সবার মনে আছে? মূলত স্বয়ংসম্পূর্ণ উন্নত ড্রাইভিং সহকারী সিস্টেম তৈরি এবং এর নিরাপত্তা নিয়ে উদ্বেগের মুখে আয়োজিত ওই অনুষ্ঠানে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক টেসলা বটের ধারনা উন্মোচন করেন। বর্তমান গাড়ির ক্যামেরা এবং কম্পিউটার ব্যবহার করে মানুষের চেয়ে বেশি নিরাপত্তাসম্পূর্ণ স্বচালিত গাড়ির প্রযুক্তি উদ্ভাবনের বিষয়ে তার আত্মবিশ্বাসের ফলাফল খুব শিগগিরই দেখতে চলেছে বিশ্ববাসী।  
 
টেসলা এআই ওয়েবসাইট অনুসারে, দ্বি-প্যাডেল সংবলিত মানবসদৃশ বা হিউম্যানয়েড রোবট অপটিমাসের উচ্চতা হবে ৫ ফুট ৮ ইঞ্চি। এ ছাড়া ১২৫ পাউন্ড ওজনের এই রোবটটির গতি হবে সর্বোচ্চ ৫ মাইল। আর এটির মুখমণ্ডলে একটি স্ক্রিন থাকার পাশাপাশি এর বহন ক্ষমতা এবং ডেডলিফট ক্ষমতা হবে যথাক্রমে ৪৫ ও ১৫০ পাউন্ড। এটি গাড়ি তৈরির নানা জটিল কাজ করতে পারবে। বিশেষ করে রেঞ্চ দিয়ে গাড়ির বোল্ট জোড়া দেওয়ার কাজে একে ব্যবহার করা যাবে। এর পাশাপাশি দোকানের মালামাল বহনেও কাজ করতে পারবে টেসলা বট। 

টেসলার গাড়ি নির্মাণে যে ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় তা দিয়েই তৈরি হবে অপটিমাস রোবট। প্রথমে এগুলো টেসলার নিজস্ব কারখানার মালামাল স্থানান্তরের কাজে ব্যবহার করা হবে। তবে এই রোবট ভবিষ্যতে কর্মী স্বল্পতা হ্রাসে কার্যকরী ভূমিকা রাখবে বলে চলতি সপ্তাহে বিনিয়োগকারীদের কাছে আশা ব্যক্ত করেছেন ইলন মাস্ক। 

টেসলা বটের সঙ্গে ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

তবে এর আগে ইলন মাস্ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর ব্যবহারে মানবসভ্যতা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কার পরিপ্রেক্ষিতে টুইট করে জানিয়েছেন, 'অপটিমাস উদ্ভাবনের ফলে টেসলা এআই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই) বা মানুষ কর্তৃক সম্পাদিত কাজগুলো স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে করার ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যা বহির্বিশ্বের বিরুদ্ধে প্রশিক্ষণ দিতে সক্ষম হবে।' 

ইলন মাস্ক যেহেতু স্পেসএক্সের পুনর্ব্যবহারযোগ্য রকেট থেকে শুরু করে চালকবিহীন গাড়ি, মঙ্গল অভিযান, ডোজকয়েনের আকাশসম মূল্যবৃদ্ধির মতো বিস্ময়কর এবং কঠিন চিন্তাভাবনাকে বাস্তবে রূপায়িত করার সক্ষমতা ধারণ করতে পারেন, সেহেতু এজিআইকে কাজে লাগাতে পারবেন বলে মনে করছেন ওয়েস্ট ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের রোবট নীতিশাস্ত্রের অধ্যাপক অ্যালান উইনফিল্ড। 

পূর্বে ইলন মাস্কের মানবসদৃশ রোবটের মূল্য বিবেচনায় ততটা জনপ্রিয় না হলেও ভবিষ্যতে এর বিপরীত চিত্র দেখা যাবে বলে অভিমত বিশেষজ্ঞদের। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবটিক্স-এর পরিসংখ্যান অনুসারে, বর্তমানে বিশ্বের উৎপাদনশীল কারখানাগুলোতে গড়ে ১২৬টি রোবট প্রায় ১০ হাজার কর্মীর শ্রমের বিপরীতে কাজ করছে। ভবিষ্যতে এর সংখ্যা আরও বৃদ্ধি পাবে।  

তবে এর জন্য মাস্ককে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অপটিমাস রোবট যদি একটি কারখানায় ব্যবহার করা হয়, তাহলে চাকাভিত্তিক রোবট তৈরি করাও অনেক সহজ হবে। যা ভারসাম্য রক্ষার্থে কোন সমস্যার কারণ হবে না। তবে, এটি করলে বেশ অমানবিক হবে- বলে ধারণা করছেন শেফিল্ড ইউনিভার্সিটির কগনিটিভ রোবটিক্সের অধ্যাপক টনি প্রেসকট। 

প্রেসকটের মতে, রোবটগুলো তৈরির পর সেগুলোর হাতের সঙ্গে চোখের সম্পৃক্ততা এবং আপ-টু-ডেট রাখার কাজই হবে সবচেয়ে জটিল। যেহেতু টেসলার গাড়িগুলোও একপ্রকার রোবট। তাই অপটিমাস তৈরির পথ কিছুটা হলেও সুগম হবে ইলন মাস্কের জন্য। বিশেষ করে মাস্কের এজিআই ব্যবস্থা স্বশরীরে ব্যবহারের সিদ্ধান্ত সময়োপযোগী এবং কার্যকরী পদক্ষেপ বলে মনে করছেন তিনি।

তবে এ বছর টেসলার নতুন মডেলের গাড়ি বাজারে আসার অপেক্ষারত ক্রেতাদের কিছুটা হতাশ হতে হবে। কারণ নতুন বছরে টেসলার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে অপটিমাস। আর এটি টেসলার ট্রিলিয়ন ডলারের গাড়ির ব্যবসাকেও ছাপিয়ে যেতে পারে বলে আশা করছেন ইলন মাস্ক। 

বর্তমানে প্রযুক্তি জগতের অভিনব উদ্ভাবক হিসেবে শীর্ষে স্থানে রয়েছে ইলন মাস্কের নাম। বিশ্বের শ্রেষ্ঠ বিলিয়নিয়ার হিসেবেও ব্যাপক পরিচিতি তার। স্পেসএক্স, ওপেনএআই, নিউরালিংক ছাড়াও গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা ইনকরপোরেশনের মালিকানা রয়েছে বিজনেস ম্যাগনেট ইলন মাস্কের। নতুন ধারার আবিষ্কারের জন্যও খ্যাত তিনি। প্রতিবারের মতো এ বছরের আলোচনায়ও থাকছেন তিনি।

Comments

The Daily Star  | English
rising gas prices impact in Bangladesh 2025

Rising gas prices threaten our investment prospects

The previous government not only turned the country into a net importer of energy, but also initiated a process to make it an import-dependent.

7h ago