‘সেট টপ বক্স’ বসাতে সময় বেঁধে দিলো সরকার

তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ। ছবি: সংগৃহীত

ঢাকা ও চট্টগ্রামে স্যাটেলাইট টেলিভিশন দেখতে হলে আগামী ৩১ মার্চের মধ্যে গ্রাহককে সেট টপ বক্স বসাতে হবে। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশের টেলিভিশন চ্যানেলের মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর সঙ্গে আমরা আজ বিস্তারিত আলোচনা করেছি। একটি সময়সীমা নির্ধারণের লক্ষ্যে আলোচনা করেছি। সিদ্ধান্ত হয়েছে, সেট টপ বক্স বসাতে ঢাকা ও চট্টগ্রামে গ্রাহকদের ২ মাস সময় দেওয়া হবে। আগামী ৩১ মার্চের মধ্যে ডিজিটাল সেট বক্স বসাতে হবে। যারা ডিজিটাল সেট টপ বক্স সেবা নেবেন না, তারা ৩১ মার্চের পরে অনেকগুলো সেবা থেকে বঞ্চিত হবেন। সব বিভাগীয় শহর ও মহানগরের গ্রাহকরা আরও ২ মাস সময় পাবেন। ৩০ মের মধ্যে তাদের ডিজিটাল সেট টপ বক্স বসাতে হবে। 

তথ্যমন্ত্রী আরও বলেন, ক্যাবল অপারেটরদের জন্য একটি নীতিমালা তৈরির প্রস্তাব এসেছে। আমরাও মনে করি, নীতিমালা করা প্রয়োজন এবং আইনের আলোকে নীতিমালা ও পরামর্শক কমিটি করার কথা বলা আছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটি করা হবে। তবে সময় নিয়ে করতে হবে।

Comments

The Daily Star  | English

AL leaders' homes, businesses destroyed, vandalised

Demolition work on Dhanmondi-32 was on going till filing of this report at 1:30am

47m ago