কবি ও সাবেক এমপি কাজী রোজী আইসিইউতে

quazi_rosy.jpg
ছবি: সংগৃহীত

কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজী অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার সকালে কবি তারিক সুজাত দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি আরও জানান, কাজী রোজী বেশ কিছু দিন ধরে অসুস্থ। বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ গতকাল শরীর বেশি খারাপ হওয়ায় তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় কাজী রোজীর জন্ম হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে তথ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা হিসেবে তিনি অবসর গ্রহণ করেন।

কাজী রোজী সাতক্ষীরা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি জাতীয় সংসদের গ্রন্থাগার সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

কাজী রোজী শৈশব থেকেই লেখালেখি করেন। সাহিত্য কীর্তির জন্য  ২০১৮ সালে বাংলা একাডেমি পুরস্কার কবিতায় এবং ২০২১ সালে ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি একুশে পদক অর্জন করেন।

Comments

The Daily Star  | English

NCP to announce 'July manifesto' on Aug 3: Nahid

Central NCP leaders held a rally in Bogura today as part of their month-long "July March to Build the Nation" rally

1h ago