আন্দোলনকারীদের অনুরোধেও অনশন ভাঙেননি অনশনকারীরা

রাতে সংবাদ সম্মেলনে অনশন না ভাঙার সিদ্ধান্ত জানান তারা। ছবি: শেখ নাসির/স্টার

চিকিৎসা সহায়তা প্রত্যাহারের পর চরম সংকট বিবেচনায় অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙাতে আন্দোলনকারীরা সমবেতভাবে অনুরোধ করলেও রাজি হননি অনশনরত ২৮ শিক্ষার্থী।

আজ মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলনকারীরা নিজেদের মধ্যে বৈঠকে অনশনকারীদের অনশন ভাঙার অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তাদের জানান। কিন্তু, এ সময় সিদ্ধান্ত নিতে নিজেদের মধ্যে আলোচনা করতে কিছুটা সময় চান অনশনকারীরা।

পরে রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত হওয়া এক সংবাদ সম্মেলনে অনশন না ভাঙার সিদ্ধান্ত জানান তারা।

এর আগে, গতকাল সোমবার অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানকারী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসকরা চিকিৎসাসেবা অব্যাহত না রাখার কথা জানান।

ওই মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবী চিকিৎসক নাজমুল হাসান জানান, অনশনরত শিক্ষার্থীদের অনেকের করোনার লক্ষণ দেখা দিলেও তারা পরীক্ষা করতে রাজি না হওয়ায় চিকিৎসকদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে। তাই তারা স্বাস্থ্যসেবা চালিয়ে যেতে পারছেন না।

তবে, দু'জন চিকিৎসক অনশনকারীদের সেবায় ব্যক্তিগতভাবে দায়িত্ব পালন করছেন বলে দুপুরে দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন আন্দোলনকারীদের একজন মুখপাত্র।

Comments

The Daily Star  | English

10 ministries brace for budget cuts

The railway ministry, the power division, and the primary and mass education ministry will see the biggest chop.

9h ago