‘উইকেট টি-টোয়েন্টির মতো মনে হয়নি’

ছবি: ফিরোজ আহমেদ

ইনিংসের শেষ ওভারে গিয়ে অলআউট হয়ে একদল করল মাত্র ৯৬ রান। ওই রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ১৯তম ওভার পর্যন্ত খেলতে হলো আরেকদলকে। শনিবার সিলেট সানরাইজার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচের অবস্থা ছিল এমনই হতশ্রী।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৮ বল বাকি রেখে সিলেটকে ২ উইকেটে হারায় কুমিল্লা। দু'দলের ব্যাটসম্যানদের জন্য তো বটেই নিরপেক্ষ দর্শকদের জন্য ম্যাচটি হজম করা ছিল কষ্টের।

কিছুটা কুয়াশায় ঢাকা দুপুরে ম্যাচের একদম প্রথম ভাগ থেকেই স্পিনারদের বল টার্ন করল, মিলল বাড়তি বাউন্স। আবার কিছু বল হলো অনেক নিচু। উইকেটের সঙ্গে পাল্লা দিয়ে দুই দলের মধ্যে চলে খারাপ খেলার প্রতিযোগিতা। কিছুটা কম খারাপ খেলায় কোনভাবে ম্যাচটা জিততে পারে কুমিল্লা।

ম্যাচ শেষে  দুদলের কণ্ঠেই উইকেট নিয়ে একই মত। সিলেটের সহ-অধিনায়ক এনামুল হক বিজয় সোজাসাপ্টাই জানালেন এমন উইকেট টি-টোয়েন্টির জন্য নয় একদম আদর্শ,   'উইকেটটি টি-টোয়েন্টির মতো আমাদের মনে হয়নি। ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করা কঠিন এখানে। টার্ন ছিল, ভেজা ছিল। যেটার কারণে ব্যাটসম্যানরা স্বস্তিতে খেলতে পারেনি, এটা সত্যি। দুটি দলই একইভাবে খেলেছে এবং কঠিনই মনে হয়েছে আমার কাছে। ব্যক্তিগতভাবে সবার কাছেই মনে হয়েছে যে এটা কঠিন উইকেট ছিল। টি-টোয়েন্টিতে এরকম উইকেট থাকলে রান বের করা কঠিন। এই কারণেই আমার মনে হয়েছে রান হয়নি।' 

'উইকেট সবাই দেখেছে যে প্রত্যাশিত পাইনি আমরা। টসও গুরুত্বপূর্ণ ছিল। আমরা জিতলেও ফিল্ডিং করতাম আগে। সবাই দেখেছেন যে বল কী পরিমাণ টার্ন করছিল, কাট করছিল। একটু কঠিন ছিল তাই। একটু নয়, অনেক খানিই কঠিন ছিল।

উইকেটের অবস্থা দেখেই টস জিতলে অধিনায়করা নিচ্ছেন ফিল্ডিং। রাতের ম্যাচগুলোতে অবশ্য শিশিরের কারণে বল স্কিড করায় মিলছে কিছু রান। কিন্তু বিপিএলের শুরুতেই এমন উইকেট সংশয় তৈরি করছে গোটা টুর্নামেন্টের অবস্থা নিয়ে।

Comments

The Daily Star  | English

Interim govt an outcome of country's unity: Yunus

CA urges political parties to extend support at all-party meeting on July uprising proclamation

2h ago