চাচার মেয়েই জিতেছে: আইভী, হ্যাঁ আমার মেয়েই জিতেছে: তৈমূর

সোমবার বিকেলে শহরের মাসদাইর এলাকায় তৈমূর আলম খন্দকারের বাড়িতে ডা. সেলিনা হায়াৎ আইভী দেখা করতে গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য দেন তারা। ছবি: সনদ সাহা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকার একে অপরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ডা. সেলিনা হায়াৎ আইভী তৈমূর আলম খন্দকারের পা ছুঁয়ে সালাম জানিয়ে দোয়া নেন। তখন তৈমূর আলম খন্দকার আইভীকে বুকে টেনে নেন। এসময় আইভী বলেন, 'চাচার মেয়েই জিতেছে।' তৈমূরও বলেন, 'হ্যাঁ। আমার মেয়েই জিতেছে।' পরে একে অপরকে মিষ্টি খাইয়ে দেন।

তৈমূর বলেন, 'অদৃশ্য শক্তির মতো তার মাথায় আমার হাত থাকবে।' অন্যদিকে আইভী বলেছেন, 'পূর্বেও নিয়েছি, ভবিষ্যতেও তার পরামর্শ নিবো।'

আজ সোমবার বিকেলে শহরের মাসদাইর এলাকায় তৈমূর আলম খন্দকারের বাড়িতে ডা. সেলিনা হায়াৎ আইভী দেখা করতে গেলে গণমাধ্যমের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তারা এসব কথা বলেন।

তৈমূর আলম খন্দকার বলেন, 'নবনির্বাচিত মেয়রকে স্বাগত জানাই। তার সঙ্গে যে আমার সম্পর্ক, এই সম্পর্কটা অত্যন্ত আত্মিক এবং আন্তরিক। আমি যেখানে যে অবস্থায় থাকি তখনই আলী আহম্মদ চুনকার জন্য দোয়া করি। যখনই আমি আল্লাহর কাছে হাত তুলি তখনই তাঁর নামটা আসে। আলী আহম্মদ চুনকার বিপক্ষে, বিরুদ্ধে কখনো কথা বলেছি কেউ শুনছে- এটা শুনবে না। কারণ আমি ছাত্রজীবন থেকেই তার হাত ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, শ্রমিকসহ বিভিন্ন সংগঠনে জড়িয়েছি। আর সেখান থেকেই আমার উত্থান। আমি দেখেছি আমার মাকে তিনি মা ডাকতেন। মাকে সালাম করতেন। আমিও অন্তরের অন্তরস্থল থেকে তাকে ভাই মানি।'

তিনি বলেন, 'তার মেয়ের সঙ্গে আমি আছি। যেখানে যে অবস্থায় সে থাকে, তাকে যে কোনো বিপদ-আপদ, কোনো সুবিধা-অসুবিধায় অদৃশ্য শক্তির মতো তার মাথায় আমার হাত থাকবে। অতএব নির্বাচন বিষয় না। নির্বাচন ১৬ জানুয়ারি চলে গেছে। আগামী দিন যেন সুন্দর হয়। তার পাশে আমি ছিলাম ভবিষ্যতেও থাকব। অতএব অন্যান্য কোনো কথাবার্তা এখানে কাজে আসবে না। আমি আগেই বলেছি এটা আমার অন্তরের সম্পর্ক, আত্মিক সম্পর্ক। মেয়রকে সকলে সহযোগিতা করবেন।'

ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, 'আমাদের একটা পারিবারিক সম্পর্ক। এটা বজায় থাকবে। রাজনীতির জায়গায় রাজনীতি কিন্তু, পারিবারিক সম্পর্কের জায়গায় পারিবারিক সম্পর্ক। সেই সম্পর্কে কোনো ঘাটতি হবে না। পূর্বে যেমন ছিলো এখনো তেমনই থাকবে। অন্তত আমি জানি আমার তরফ থেকে এটা বিঘ্ন হবে না। কাকা নিজেও এটা বাধাগ্রস্ত করবেন না।'

তিনি আরও বলেন, 'ভবিষ্যতে কাজ করতে গেলে আমি অবশ্যই পরামর্শ নিবো। ভবিষ্যতে কেন উনিতো পূর্বেও দিয়েছেন। আমি যখন পৌরসভায় নির্বাচিত হয়ে এলাম তখনো উনি অনেক পরামর্শ দিয়েছেন। আমি কাকাকে সঙ্গে নিয়েই হিরালাল খালের কাজ করেছিলাম। বোয়ালিয়া খালের কাজ করেছি। বিভিন্ন জায়গায় সমস্যা হলে কথা বলেছি। মুসলিম একাডেমীর জায়গা কাকা বলেছে আমি দিয়েছি। আবার আমার আব্বার স্কুলের জন্য কাকা সহযোগিতা করেছে। এরকম পরস্পর সহযোগিতা তো থাকবেই। কারণ আমরা সবাই তো নারায়ণগঞ্জের মানুষ। যে যেই দল করি না কেন প্রত্যেকের সঙ্গেই একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের, নারায়ণগঞ্জের জনগণের স্বার্থে দলের উর্ধ্বে উঠে কাজ করাটাকেই শ্রেয় মনে করি। যেসব প্রতিশ্রুতি কাকা দিয়েছিলেন আমি সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব। সমালোচনার ক্ষেত্রে সমালোচনা না করে সবাই সহযোগিতা করবেন এটাই আশা করি। নির্বাচন শেষ। এ পর্যন্তই যেন সব কিছু থাকে। আমরা যেন মিলে মিশে বসবাস করতে পারি। আমরা যেন একসঙ্গে কাজ করতে পারি।'

Comments

The Daily Star  | English

Injured protesters break barricades, take position near CA residence

Witnesses said dozens of protesters first broke through a barricade set up by the police near the Intercontinental Hotel in Shahbagh around midnight

23m ago