নারায়ণগঞ্জে ৬ কেন্দ্রে ৪টার পরেও চলছে ভোটগ্রহণ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের শেষ সময় ৪টার পরেও অন্তত ৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে বলে খবর পাওয়া গেছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এসব কেন্দ্রে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।
কেন্দ্রগুলো হলো-৪৮ নম্বর একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি কদম রসুল কলেজ, কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদম শরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি কদম রসুল কলেজের প্রিজাইডিং অফিসার সোহেল রায়হান ও রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'যে সব ভোটাররা ৪টার আগে কেন্দ্রে ঢুকে পড়েছে, তাদের ভোট আমরা নিচ্ছি।'
তিনি আরও বলেন, 'ইভিএমে ফিঙ্গারে মিসম্যাচ হওয়ায় এবং নারী ভোটারদের বোঝাতে সমস্যা হওয়ায় সারাদিন ভোটগ্রহণে একটু সময় বেশি লেগেছে।'
এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মতিউর রহমান ডেইলি স্টারকে বলেন, 'বন্দর এলাকায় কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতি থাকায় ভোটগ্রহণ এখনো চলছে।'
তবে শহর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় ভোটগ্রহণ শেষ হয়েছে বলে জানান তিনি।
Comments