একুশে বইমেলা ২ সপ্তাহের জন্য স্থগিত

একুশে গ্রন্থমেলা ২০২০। ছবি: রাফিদ ইয়াসার/স্টার ফাইল ফটো

আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে না অমর একুশে বইমেলা। আপাতত ২ সপ্তাহের জন্য মেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। এ বছরের মেলা শুরু হওয়ার তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ দ্য ডেইলি স্টারকে জানান, মেলা কয় তারিখ থেকে শুরু হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিগগির এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ঐতিহ্য অনুযায়ী প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বইমেলা। এবারও তেমনটি হওয়ারও কথা ছিল।

গত বছরেও করোনা মহামারির কারণে মেলা শুরু হয় ১৮ মার্চ থেকে এবং মেলার সময় কমিয়ে ১২ এপ্রিল শেষ করা হয়।

Comments

The Daily Star  | English

Sweeping changes in constitution

Expanding the fundamental rights to include food, clothing, shelter, education, internet and vote, the Constitution Reform Commission proposes to replace nationalism, socialism and secularism with equality, human dignity, social justice and pluralism as fundamental principles of state policy.

3h ago