ক্র্যাচে ভর দিয়ে ভোটকেন্দ্রে চন্দ্রবন বেগম, বাড়ছে ভোটার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ রোববার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রের সামনে দীর্ঘ হচ্ছে ভোটারদের সারি।
ক্র্যাচে ভর দিয়ে মর্গান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন চন্দ্রবন বেগম। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'যদিও আমার জন্য দোতলায় উঠে ভোট দেওয়া কঠিন। তারপরও ভোট দিতে পেরে আমি আনন্দিত।'
রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধিরগঞ্জ উত্তর সরকারি প্রথামকি বিদ্যালয়সহ অন্তত ৮টি কেন্দ্র ঘুরে ডেইলি স্টার'র সংবাদদাতা মামুনুর রশীদ জানান, প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি রয়েছে। কয়েকটি কেন্দ্রে ভোটারদের সারি কেন্দ্রের বাইরে রাস্তা পর্যন্ত চলে এসেছে।
ভোটাকেন্দ্রগুলোতে বেশ উৎসবমুখর পরিবেশ দেখা গেছে বলেও জানান তিনি। সফর আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরেও ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়।
Comments