বাংলাদেশের দেওয়া সম্মান কখনোই ভুলবেন না টেইলর

দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড ছুঁয়েছেন। দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানও তার। সেই রস টেইলর বাংলাদেশের বিপক্ষে নেমেছিলেন ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলতে। স্বাভাবিকভাবেই আবেগঘন একটি দিন। সেই দিনটিকে আরও মহার্ঘপূর্ণ করে তুলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। যা জীবনে কোনোদিনই ভুলতে পারবেন না এ কিউই তারকা।

সোমবার হ্যাগলি ওভালে টেস্টের দ্বিতীয় দিনে ডেভন কনওয়ে রান আউট হওয়ার পর ক্রিজে যান টেইলর। তখনই তুমুল হর্ষধ্বনি ও করতালিতে তাকে স্বাগত জানান দর্শক। দাঁড়িয়ে অভিবাদন জানান সবাই। দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে সম্মান জানান বাংলাদেশের ক্রিকেটাররা। ড্রেসিংরুম থেকে বের হয়ে আসেন একাদশের বাইরের ক্রিকেটাররাও। টাইগারদের সঙ্গী হন আম্পায়াররাও।

এমন দারুণ এক দৃশ্য হৃদয় ছুঁয়ে গেছে টেইলরের। দিনের খেলা শেষে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি, 'ধন্যবাদ বাংলাদেশ, আজকে ক্রিজে যাওয়ার সময় সত্যিই সম্মানজনক একটি মুহূর্ত উপহার দেওয়ায়। এটা এমনকিছু, যা আমি কখনোই ভুলব না।'

নিউজিল্যান্ডের হয়ে টেস্টে ৭৬৮৩ রান করেছেন টেইলর। তবে শেষ টেস্টের প্রথম ইনিংসটি অবশ্য বড় করতে পারেননি তিনি। ৩৯ বলে করেছেন ২৮ রান। কাল টেস্টের তৃতীয় দিন যদি তারা বাংলাদেশকে ফলোঅন করায়, তাহলে হয়তো এরমধ্যেই খেলে ফেলেছেন নিজের শেষ টেস্ট ইনিংসটিও।

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

40m ago