আমরা সেরাটা দিব, জয়ের জন্য খেলব: তাসকিন
বাংলাদেশ দলের সামনে এবার আরেকটি ইতিহাস গড়ার হাতছানি। ক্রাইস্টচার্চ টেস্টে হার এড়াতে পারলেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে কোনো সিরিজ জয়ের অভূতপূর্ব স্বাদ পাবে তারা। তারকা পেসার তাসকিন আহমেদ অবশ্য জানালেন, জয়ের জন্যই মাঠে নামবে টাইগাররা।
আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশ। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রথম দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়। মাউন্ট মঙ্গানুইতে অনুষ্ঠিত প্রথম টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সফরকারী মুমিনুল হকের দল।
ক্রাইস্টচার্চে খেলতে নামার আগের দিন শনিবার এক ভিডিও বার্তায় তাসকিন জানান, 'গতকাল বৃষ্টির জন্য আমাদের অনুশীলন সেশন হয়নি। কিন্তু আমরা ভালো জিম সেশন করেছি। আজকে অনুশীলনটা খুব ভালো ছিল। আবহাওয়া এখানে একটু ভিন্ন। এখানে ঠান্ডা একটু বেশি এবং বেশি বাতাস। আজকের অনুশীলনে যতটুকু পেরেছি, মানিয়ে নিয়েছি।'
মাউন্ট মঙ্গানুইতে সবশেষ টেস্টে দুই ইনিংসেই দারুণ বল করা এই পেসার যোগ করেন, 'সামগ্রিকভাবে মানসিকতা ও প্রস্তুতি নিয়ে সবাই ভালো অবস্থানে আছি। আমরা আমাদের সেরাটা দিব, অবশ্যই জয়ের জন্য খেলব। আপনারা সবাই সমর্থন দিবেন, দোয়া করবেন- যাতে আমরা সেরাটা দিয়ে ভালো খেলতে পারি।'
হ্যাগলি ওভালের উইকেটে বাউন্স সব সময়ই থাকে বেশ। সঙ্গে ঘাসের পরিমাণও থাকে অনেক। এমনকি অনেক ক্ষেত্রে, আউটফিল্ড থেকে উইকেটকে আলাদা করাই যায় না। স্বাভাবিকভাবেই বোলারদের কাজটা তুলনামূলকভাবে হয় সহজ, ব্যাটারদের কাজটা হয় কঠিন। অর্থাৎ বাংলাদেশের ব্যাটারদের জন্য অপেক্ষা করছে শক্ত চ্যালেঞ্জ।
Comments