অস্কার বিজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা সিডনি পটিয়ার মারা গেছেন

সিডনি পটিয়ার। রয়টার্স ফাইল ফটো

অস্কার বিজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা সিডনি পটিয়ার (৯৪) মারা গেছেন। শুক্রবার বাহামার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

'লিলিস অফ দ্য ফিল্ড' চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১৯৬৩ সালে অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন পটিয়ার।

এর ৫ বছর আগে 'দ্য ডিফিয়েন্ট ওয়ানস' চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছিলেন তিনি।

১৯২৭ সালে একটি দরিদ্র পরিবারে জন্ম সিডনি পটিয়ারের। বেড়ে ওঠেন বাহামা দ্বীপপুঞ্জে। সে সময় চলচ্চিত্রে কৃষ্ণাঙ্গদের ভালো কাজের সুযোগ কম থাকলেও, অভিনয়ের গুণে পটিয়ার হয়ে উঠেছিলেন তার সময়ের শীর্ষ অভিনেতাদের একজন।

তার অভিনীত অনেক চলচ্চিত্রের মূল উপজীব্য ছিল মার্কিন নাগরিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে সামাজিক পরিবর্তন।

১৯৬৭ সালে তিনি 'ইন দ্য হিট অফ দ্য নাইট' চলচ্চিত্রে তিনি অভিনয় করেন একজন গোয়েন্দার যিনি সামাজিক কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে লড়াই করেন। 'গেস হু ইজ কামিং টু ডিনার' চলচ্চিত্রে অভিনয় করেন চিকিৎসকের ভুমিকায়। এ সিনেমার চিকিৎসক চরিত্রটি তার শ্বেতাঙ্গ বাগদত্তার সন্দেহপ্রবণ বাবা-মায়ের মন জিতে নেয়।

Comments