টেস্ট ক্রিকেটের স্বার্থে বাংলাদেশের জয়কে প্রয়োজনীয় বললেন টেইলর
নিজেদের মাটিতে সব সংস্করণ মিলিয়ে খেলা আগের ৩২ ম্যাচে কখনোই বাংলাদেশের কাছে হারেনি নিউজিল্যান্ড। তবে অভেদ্য এই দুর্গের পতন হয়েছে। মাউন্ট মঙ্গানুইতে সর্বশেষ টেস্টে টাইগারদের কাছে স্রেফ উড়ে গেছে স্বাগতিক কিউইরা।
জয়-পরাজয় ছাপিয়ে রস টেইলর অবশ্য দেখছেন বৃহত্তর চিত্রটা। নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ তারকা ব্যাটসম্যানের মতে, টেস্ট ক্রিকেটের টিকে থাকার জন্য বাংলাদেশের উন্নতি প্রয়োজন।
বে ওভালে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। পরের টেস্টের ভেন্যু ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল।
শুক্রবার সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ৩৭ বছর বয়সী টেইলর মাউন্ট মঙ্গানুইতে পাওয়া হারের ক্ষত সরিয়ে রেখে ব্যাট ধরেন বাংলাদেশের জয়ের পক্ষে, 'নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে, আমার মনে হয়, এটি (বাংলাদেশের জয়) বিশ্ব ক্রিকেটের জন্য ভালো। অবশ্যই, আমরা হতাশ যে আমরা তেমন কোনো লড়াই করতে পারিনি। পুরো সময়টায় আমরা স্রেফ উড়ে গেছি। তবে আমার মনে হয়, টেস্ট ক্রিকেটের টিকে থাকার জন্য বাংলাদেশের উঠে আসা প্রয়োজন।'
বিদায়ী টেস্ট খেলতে নামা এই ক্রিকেটার জানান, আগামী দিনগুলোতে বাংলাদেশকে অনুপ্রেরণা দিবে সর্বশেষ ম্যাচে পাওয়া স্মরণীয় জয়, 'এই জয় থেকে ওরা অনেক আত্মবিশ্বাস পাবে, শুধু এই সফরের জন্য নয়, আগামী কয়েক বছরে নিজেদের সব সফরের জন্যই আত্মবিশ্বাসী হবে ওরা।'
Comments