পঞ্চম ধাপে ৫০ শতাংশ ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী

নৌকা জয় পেয়েছে ৪৯.২৭ শতাংশ ইউপিতে

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ে বেশি সংখ্যক স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।

আজ বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন (ইসি) পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, ৫০ শতাংশ ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন ৪৯ দশমিক ২৭ শতাংশ আসনে।

গত বুধবার ৭০৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত বেসরকারিভাবে ৬৯২টি ইউপির ফল ঘোষণা করেছে ইসি।

ইসির তথ্য বলছে, ৩৪৬ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। আর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জয় পেয়েছেন ৩৪১টি ইউপিতে। দলটির অন্তত ৪৮ জন প্রার্থী এই দফায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

আওয়ামী লীগের সূত্রগুলো জানায়, স্বতন্ত্রভাবে বিজয়ীদের মধ্যে দেড় শতাধিক প্রার্থী নৌকার বিদ্রোহী হিসেবে নির্বাচন করেছেন। ৩২টি ইউপিতে নৌকার মনোনয়ন দেওয়া হয়নি।

এই দফায় জাতীয় পার্টির ও জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত দুই জন করে এবং বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পাঁচ দফায় এ পর্যন্ত ৩৬৭৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত ২০১৫ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন ১৫৯৭ জন।

দলটির সূত্রগুলো জানায়, স্বতন্ত্রভাবে নির্বাচিত বেশিরভাগ প্রার্থীই আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ দফায় ২১৯টি ইউপিতে নির্বাচন হবে। এর পর ৭ ফেব্রুয়ারি সপ্তম ও চূড়ান্ত দফায় ১৩৭টি ইউপিতে নির্বাচন হবে।

Comments

The Daily Star  | English

July uprising martyr families block Shahbagh

Holding photographs of the deceased, protesters accused the government of indifference and neglect

38m ago