গুরুত্বপূর্ণ ছিল বিদেশের মাটিতে একটা ম্যাচ জেতা: মুমিনুল
বিদেশের মাটিতে আগেও পাঁচটি টেস্ট জিতেছে বাংলাদেশ। দুইটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে, দুইটি খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আরেকটি ছিল শ্রীলঙ্কার মাটিতে। তবে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকা কোনো দলকে তাদের মাটিতে হারানোর অভিজ্ঞতা ছিল না টাইগারদের। নিউজিল্যান্ডকে হারিয়ে অবশেষে ফুরিয়েছে সেই অপেক্ষা। ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক বলেছেন, বিদেশের মাটিতে জয় পাওয়ার বিশ্বাস ছিল তাদের মাঝে।
বুধবার মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। চতুর্থ দিনের ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে খেলতে নেমে ইবাদত হোসেন ও তাসকিন আহমেদের তোপে পড়ে স্বাগতিকরা। আর মাত্র ২২ রান যোগ করতে বাকি ৫ উইকেট খুইয়ে তারা গুটিয়ে যায় ১৬৯ রানে। ফলে ৪০ রানের অনায়াস লক্ষ্য পায় সফরকারীরা। সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে সেটা মিলিয়ে ফেলে তারা। তাতে পঞ্চম মধ্যাহ্ন বিরতির আগেই হয়ে যায় ম্যাচের ফয়সালা।
সাম্প্রতিক ফল ভালো নয়। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও হয়েছে ভরাডুবি। এরপর নিউজিল্যান্ড সফরে গিয়ে লম্বা কোয়ারেন্টিনের ধকল। মেলেনি প্রস্তুতির খুব ভালো সুযোগ। এমন প্রতিকূল পরিস্থিতিতে বিদেশের মাটিতে জয়কে ভীষণ গুরুত্বপূর্ণ মনে করছেন মুমিনুল, 'ওই বিশ্বাসটা সব সময়ই আমার ছিল যে আমরা পারব। গুরুত্বপূর্ণ ছিল বিদেশের মাটিতে একটা ম্যাচ জেতা। অন্তত আমরা লড়াই করতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি। এটা দেখানোর দরকার ছিল, করার দরকার ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রতি সহায় হয়েছেন।'
প্রত্যাশার পারদ এখনই উঁচুতে নিতে নারাজ মুমিনুল। তবে বিশ্বাসের যে চারা রোপিত হয়েছে ক্রিকেটারদের মাঝে, সেটার ধারাবাহিকতা চাইছেন তিনি, 'এখন দলের মধ্যে সবাই, আপনারা (গণমাধ্যমকর্মী), আমরাও বিশ্বাস করব যে আমরা পারব। তার মানে এই না যে আমরা পরের ম্যাচই জিতে যাচ্ছি, সিরিজ জিতে যাচ্ছি। তবে চিন্তাটা যেন দূর না হয়। কিছুটা হলেও আমরা বিশ্বাস যোগাতে পেরেছি যে, ব্যক্তিগতভাবে আমি থেকে শুরু করে সবাই, বিদেশের মাটিতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব এখন।'
'নিউজিল্যান্ডে এর আগে জেতা তো দূরে থাক, আগেভাগে ম্যাচ শেষ হয়ে যেত। এরকম কঠিন কন্ডিশন, তার উপর আমাদের প্রস্তুতিও ভালো ছিল না। এর মধ্যেই আমরা ভালো ক্রিকেট খেলেছি, ম্যাচটা জিতেছি। তো আমার কাছে মনে হয়, এখন সবার মধ্যেই এই বিশ্বাসটা তৈরি হবে যে আমরা বিদেশে গিয়ে ভালো ক্রিকেট খেলতে পারি বা জিততে পারি।'
বিদেশের মাটিতে ৬০ ম্যাচে এটি বাংলাদেশের কেবল ষষ্ঠ জয়। ৫০ হারের সঙ্গে তারা ড্র করেছে চারটিতে। আর নিউজিল্যান্ডের মাটিতে সব সংস্করণ মিলিয়ে টানা ৩২ ম্যাচ হারার পর প্রথম জয়ের মধুর স্বাদ পেয়েছে টাইগাররা। ক্রাইস্টচার্চে দুই দলের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৯ জানুয়ারি।
Comments