চেষ্টা করব যেন দেশকে জিতিয়ে বের হতে পারি: ইবাদত

ছবি: এএফপি

মাউন্ট মঙ্গানুই টেস্টে ব্যাটে-বলে দাপট দেখিয়ে জেতার জোরালো সম্ভাবনা তৈরি করবে বাংলাদেশ, এমনটা হয়তো অতি আশাবাদীরাও ভাবেননি। তবে চার দিন শেষে সেটাই এখন বাস্তবতা। চালকের আসনে থাকা টাইগারদের সামনে স্মরণীয় এক জয়ের হাতছানি। বাংলাদেশের পেসার ইবাদত হোসেন জানালেন, নিউজিল্যান্ডে আগের ম্যাচগুলোতে ভালো কিছু করতে না পারলেও তাদের লক্ষ্য টেস্ট ক্রিকেটে দেশকে নতুনভাবে উপস্থাপন করা।

মঙ্গলবার এক পর্যায়ে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৩৬ রান। হাতে ৮ উইকেট নিয়ে বাংলাদেশের লিড ছাড়িয়ে তারা এগিয়েছিল ৬ রানে। ফলে বেশ নির্ভার অবস্থায় ছিল স্বাগতিক কিউইরা। কিন্তু ইবাদতের বিধ্বংসী এক স্পেল পাল্টে দিয়েছে পরিস্থিতি। ৭ ওভারে ১৬ রানে তিনি নেন ৩ উইকেট। তার তোপে দিনশেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ১৪৭ রান। তাদের লিড কেবল ১৭ রানের। ক্রিজে আছেন দলটির সবশেষ দুই বিশেষজ্ঞ ব্যাটার রস টেইলর ৩৭ ও রাচিন রবীন্দ্র ৬ রানে।

দিনের শেষ ঘণ্টায় আগুন ঝরা বোলিং করেন ডানহাতি পেসার ইবাদত। গতির সঙ্গে নিয়ন্ত্রণের মিশেলে বিপাকে ফেলেন নিউজিল্যান্ডের ব্যাটারদের। একই ওভারে তিন বলের মধ্যে ফিফটি তুলে নেওয়া উইল ইয়াং ও হেনরি নিকোলসকে বোল্ড করার পর টম ব্লান্ডেলকেও ফেরান তিনি। সব মিলিয়ে ১৭ ওভারে ৩৯ রানে ইবাদতের শিকার ৪ উইকেট। টেস্টে যা ইতোমধ্যে হয়ে গেছে তার ক্যারিয়ারসেরা বোলিংয়ের নজির। আগের ১০ টেস্টে কখনোই ইনিংসে ৪ উইকেট পাননি তিনি।

ম্যাচের যা পরিস্থিতি, তাতে সম্ভাব্য ফলগুলোর মধ্যে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই সবচেয়ে উজ্জ্বল। অথচ এই দলে নেই সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমানের মতো তারকা। দিনের খেলা শেষে ভিডিও বার্তায় ইবাদত জানান তাদের নতুন কিছুর চেষ্টার কথা, 'নিউজিল্যান্ডে আমাদের আগের যে ম্যাচগুলো, সেখানে আমরা এতো ভালো করতে পারিনি। এখন আমাদের এই যে দলটা আছে, আমরা চেষ্টা করছি, নতুন কিছু করে নতুনভাবে দেশকে আমরা উপস্থাপন করতে চাই। দেশের জন্য ভালো কিছু করতে চাই।'

জয় পেলে সেটা হবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম জয়। পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজেও কিউইদের মাটিতে প্রথম জয়ের স্বাদ পাবে তারা। সেই স্বপ্নে বাকিদের মতো বিভোর ইবাদতও, 'আগের ম্যাচগুলোতে আমরা এতো ভালো করতে পারিনি, কিন্তু কারো না কারো তো ভালো কিছু করে বা ম্যাচ জিতিয়ে (বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর) শুরুটা করতে হবে। আমরা এই দলটা চাচ্ছি, দেশের বাইরের টেস্টগুলো আমরা জেতা শুরু করব। তো আমরা চেষ্টা করব আগামীকাল আমরা যেন দেশকে জিতিয়ে বের হতে পারি।'

Comments

The Daily Star  | English

Ishraque's supporters padlock Nagar Bhaban

Protesters began gathering around 9:00am, blocking the main gate and occupying nearby roads

50m ago