ফাতিমা জাহান

গোয়া: মেঘ, পাহাড় আর সমুদ্রের আবাস

তৃতীয় দিনে পুরনো গোয়া আর মাডগাও, ভাস্কো দা গামা ঘুরে বেড়াব। তাই স্কুটি না নিয়ে ট্যাক্সি ভাড়া করলাম সারাদিনের জন্য। এর পেছনে অবশ্য বৃষ্টি একটি বড় কারণ। গতকাল সারাদিন ভিজে ভিজে ঘুরেছি। আজ আর তাই...

৩ বছর আগে

গির্জার রাজ্য গোয়া

ওল্ড গোয়া যাওয়ার জন্য তর সইছিল না। দ্বিতীয় দিনে চললাম সেই পথে। আমার রিসোর্টের পাশেই স্কুটি ও মোটরসাইকেল ভাড়া দেয়। একটা স্কুটি নিয়ে ছুটলাম। আজ ৮ বছর পর পুরনো স্থাপনাগুলো আবার দেখব। প্রায় ২৫...

৩ বছর আগে

গোয়া: ভারতের বুকেই যেন ছোট্ট এক পর্তুগাল

পৃথিবীর ৩ ভাগ জল আর ১ ভাগ স্থল। সেই ১ ভাগে দাঁড়িয়েই আমার কি উল্লাস। কখনো হাওয়াই জাহাজ থেকে সবুজে নীল জল দেখা, তো কখনো তীর থেকে জলের আছড়ে পড়ায় লুটোপুটি খাওয়া।

৩ বছর আগে