হারিয়ে যাওয়া হয় না আমার
মনখারাপের ইস্টিশানে
যখন আমি একলা বসে ভাবি;
কোথাও আমি হারিয়ে যাবো
পেলেই হাতে হারিয়ে যাওয়ার চাবি।
তখনই কোন দূরের পাখি
সুরের মায়ায় নেয় আমাকে বেঁধে-
তখন তুমুল বাঁচার নেশায়
পেছন ফিরে হাসতে থাকি কেঁদে।
যাওয়ার কথা যখন ভাবি
যখন আমায় অচিন মায়া ডাকে-
ঠিক তখনই উদাস হাওয়া
চুলবুলিয়ে আদর দিতে থাকে।
তখন আমার মন টেনে নেয়
ইলিকঝিলিক ইমলিশাখার মায়া;
তখন আমায় আঁকড়ে ধরে
নীলচে সবুজ গুটগুটিয়ার ছায়া!
হঠাত যখন বিষিয়ে উঠি
স্বার্থপরের এই পৃথিবীর পরে
হারিয়ে যাওয়ার ইস্টিশানে
দাঁড়াই গিয়ে টিকেট কাটার ঘরে।
ঠিক তখনই পুবের পাহাড়
পেছন ডাকে ঝরনা ঝরার গানে;
তখন আবার নতুন করে
বাঁচার আবেগ উছলে ওঠে প্রাণে।
জীবন যতোই বিষিয়ে উঠুক
দুঃখভারে হোক না দুর্বিষহ
হারিয়ে যেতে দেয় না আমায়
বুলবুলিটার মিষ্টিসুরের মোহ।
ঢেউটলমল ভোরের নদী
জলপাখিদের সাঁঝের কলস্বরে;
হারিয়ে যাওয়ার পথের বাঁকে
দাঁড়িয়ে খানিক আবার ফিরি ঘরে।
Comments