জাপানের ওসাকায় বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭ জন নিহত

ছবি: রয়টার্স

জাপানের ওসাকা শহরের একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আজ শুক্রবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রয়টার্স জানায়, তদন্তকারী সূত্রের বরাত দিয়ে কিয়োডো নিউজ জানিয়েছে, ৮ তলা ভবনটির চতুর্থ তলায় আগুন লাগার কারণ অনুসন্ধান করছে পুলিশ।

শহরের দমকল বিভাগের একজন কর্মকর্তা জানান, এই অগ্নিকাণ্ডে কার্ডিওপালমোনারি অ্যারেস্টে আক্রান্ত ২৭ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন।

রাষ্ট্রীয় ব্রডকাস্টার এনএইচকের ভিডিওতে ভবনটির চতুর্থ তলার জানালা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে, যেখানে একটি সাইকিয়াট্রি ক্লিনিক রয়েছে।

এনএইচকে আরও জানায়, সকাল ১০টার দিকে ক্লিনিকটি খোলার পরপরই আগুন লাগে এবং এর ৩০ মিনিট পরই দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এর আগে, ২০১৯ সালে কিয়োটো শহরের একটি অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিকাণ্ডে ৩০ জনের বেশি নিহত এবং কয়েক ডজন লোক আহত হয়েছিলেন।

Comments

The Daily Star  | English

5 killed as train hits auto-rickshaw in Cumilla

The accident took place when the Chattogram-bound Chattala Express train hit a battery-run auto-rickshaw in Kalikapur area

15m ago