অবশেষে প্রকাশিত হলো ক্যাটরিনা-ভিকির বিয়ের ছবি

রাজস্থানের সাওয়াই মাধোপুরের হোটেল সিক্স সেন্স বরওয়ারা দুর্গে আজ বৃহস্পতিবার সাতপাকে বাঁধা পড়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।

ছবি না তোলার শর্ত থাকায় বিয়ের অতিথিরা এই জুটির বিয়ের ছবি শেয়ার করতে পারেননি। পাপারাজ্জিরা বর-কনের কিছু ছবি ক্যামেরাবন্দি করতে পারলেও, সেগুলো অতটা স্পষ্ট ছিল না।

তবে পরে ক্যাটরিনা ও ভিকির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোতে বিয়ের ‍কিছু ছবি পোস্ট করা হয়।

লাল রঙের বিয়ের পোশাকে ক্যাটরিনা এবং সাদা শেরওয়ানিতে ভিকি কৌশলের হাস্যোজ্জ্বল এ ছবিগুলো মালা বদলের সময় তোলা।

 

Comments

The Daily Star  | English

Dhaka sends diplomatic note to Delhi to send back Hasina: foreign adviser

The Ministry of Foreign Affairs has sent a diplomatic note to the Indian government to send back ousted former prime minister Sheikh Hasina to Dhaka.

2h ago