মুগদা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক এবিএম জামাল
ঢাকায় চতুর্থ সরকারি মেডিকেল কলেজ হিসেবে ২০১৫ সালে যাত্রা শুরু করে মুগদা মেডিকেল কলেজ। সম্প্রতি কলেজটিতে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবুল বাসার মো. জামাল।
তিনি অধ্যাপক ডা. আহমেদুল কবীরের স্থলাভিষিক্ত হচ্ছেন।
নতুন দায়িত্ব সম্পর্কে দ্য ডেইলি স্টারকে অধ্যাপক জামাল বলেন, 'আমার ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করব। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।'
অধ্যাপক আবুল বাসার মো. জামাল ময়মনসিংহ চিকিৎসা মহাবিদ্যালয় থেকে ১৯৯০ সালে এমবিবিএস পাশ করেন। ১৯৯৭ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে সার্জারিতে এফসিপিএস এবং ২০০৩ সালে সার্জারিতে রয়্যাল কলেজ অব এডিনবার্গ থেকে এফআরসিএস ডিগ্রি লাভ করেন। হেপাটোবিলিয়ারি সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারিসহ সার্জারির অন্যান্য শাখায় তিনি প্রশিক্ষণপ্রাপ্ত। মেডিকেল এডুকেশন বিষয়ে এমমেড ডিগ্রি অর্জন করেছেন তিনি।
দক্ষ সার্জন হিসেবে চিকিৎসা দেওয়ার পাশাপাশি আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল শিক্ষায় অত্যন্ত নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে তিনি সমাদৃত।
অধ্যাপক জামাল বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের একজন নির্বাচিত কাউন্সিলর। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি এযাবতকালের সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন।
তিনি বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) অধিভুক্ত ন্যাশনাল রিসার্চ কমিটির সদস্য।
Comments