টানা বৃষ্টিতে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা নিয়ে সংশয়
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে একটানা চলছে বৃষ্টি। ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা মাঠে গড়াবে কিনা তা নিয়ে জেগেছে সংশয়।
সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে নয়টায়। কিন্তু রাত থেকে চলছে অবিরাম বর্ষণ। তাই ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ দুই দলকে হোটেলে থাকতে বলেছেন।
দ্বিতীয় দিন শেষে সফরকারী পাকিস্তান প্রথম ইনিংসে তুলেছে ২ উইকেটে ১৮৮ রান। উইকেটে আছেন আজহার আলি ১৩৬ বলে ৫২ রানে। তার সঙ্গী অধিনায়ক বাবর আজম খেলছেন ১১৩ বলে ৭১ রানে।
মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের শুরু থেকেই চলছে বৃষ্টির বাগড়া। প্রথম দিনে খেলা হয় ৫৭ ওভার। দ্বিতীয় দিনে থেমেথেমে চলা বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারে কেবল ৬.২ ওভার। আর তৃতীয় দিনের খেলা হওয়া নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।
বৃষ্টির কারণে উইকেট ও মাঠ ঢেকে রাখা হয়েছে। মাঠের নানা জায়গায় জমেছে পানি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, জাওয়াদের প্রভাবে সোমবার সারাদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
Comments