এবার দেশের নামের বানানই ভুল করল বিসিবি!

খেলোয়াড় তালিকা
বিসিবির পাঠানো খেলোয়াড় তালিকা

চট্টগ্রাম টেস্টের টিকেটে ম্যাচ শুরুর সময় সকাল ১০টার জায়গায় ছাপার ভুলে লেখা হয়েছিল রাত ১০টা। এবার অফিসিয়াল খেলোয়াড় তালিকাতেও পাওয়া গেল ভুল। বাংলাদেশের খেলোয়াড় তালিকায় দেশের নামই ভুল করেছে বিসিবি।

শুক্রবার চট্টগ্রামে প্রথম টেস্টে টসের পর সকাল সাড়ে ৯টায় গণমাধ্যমের কাছে অফিসিয়াল খেলোয়াড় তালিকা পাঠায় বিসিবি। তাতে ইভেন্টের ঘরে লেখা পাকিস্তান বানান ঠিক থাকলেও ভুল হয় বাংলাদেশ বানান। বাংলাদেশের ইংরেজি বানানে 'n' এর বদলে লেখা ছিল 'm'। তাতে বাংলাদেশের বদলে শব্দটি হয়ে যায় 'বামগলাদেশ'!

আগের দিন পাওয়া যায় টিকেটে ছাপার গোলমাল। টিকেটে ম্যাচ শুরুর সময়ে 10AM এর জায়গায় ভুল করে ছাপা হয়েছে 10PM! তাতেই বেঁধেছে গোলমাল, তৈরি হয়েছে হাস্যরসের। বিসিবির নজরে আনা হলে তারা জানিয়েছে, টিকেট ছাপা করতে গিয়ে ভুলবশত এএম এর জায়গায় পিএম চলে এসেছে।

আরও পড়ুন - চট্টগ্রাম টেস্টের টিকেটে ছাপা খানার ভূত!

টিকেটের ভুল নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষের সমালোচনার মুখে পড়ে বিসিবি। এরপর খেলোয়াড় তালিকাতেও মিলল টাইপিংয়ের গোলমাল।

Comments

The Daily Star  | English

Yunus urges calm, condemns lawyer's murder

He has ordered an investigation into the killing and appropriate legal course, read a Facebook post of his Press Secretary Shafiqul Alam

46m ago