চট্টগ্রাম টেস্টের টিকেটে ছাপা খানার ভূত!

টিকেট ভুল
চট্টগ্রাম টেস্টের টিকেট। ছবি: সংগ্রহ

শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। কিন্তু এই টেস্টের টিকেট হাতে নিয়ে দর্শকদের চোখ কপালে! ছাপার ভুলে সেখানে যে লেখা রয়েছে খেলা শুরু হবে রাত ১০টায়!

ইংরেজিতে লেখা ম্যাচ শুরু সময়ে AM এর জায়গায় ভুল করে ছাপা হয়েছে PM! তাতেই বেধেছে গোলমাল, তৈরি হয়েছে হাস্যরসের। বিসিবির নজরে আনা হলে তারা জানিয়েছে, টিকেট ছাপা করতে গিয়ে ভুলবশত এএম এর জায়গায় পিএম চলে এসেছে।

অবশ্য দর্শকরা এমন ভুলকে স্বাভাবিক হিসেবে নিতে পারছেন না। বিসিবির মতো পেশাদার একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এই ধরণের ভুল তাদের কাছে গ্রহণযোগ্য না। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে করছেন সমালোচনা। বৃহস্পতিবার টিকেট কাটতে এসে অনেক দর্শকও এমন ভুল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

একজন দর্শক বলছেন, 'দিবারাত্রির টেস্ট হয় শুনেছি, কিন্তু শুধু রাতের টেস্ট হয় বিসিবির সৌজন্যে জানা গেল।'

এই ভুলের সমালোচনায় উঠে এসেছে টি-টোয়েন্টি সিরিজের সময় বিসিবির স্বীকৃত ফেসবুক পাতা থেকে করা একটি সম্পাদিত ছবির প্রসঙ্গও। তৃতীয় টি-টোয়েন্টিতে অভিষিক্ত শহিদুল ইসলাম উইকেট পাওয়ার পর বিসিবির পাতা থেকে একটি পোস্ট করা হয়। সেখানে সাকিব আল হাসানের একটি পুরনো ছবির শরীরে বসিয়ে দেওয়া হয় শহিদুলের মাথা! সমালোচনার মুখে পরে পোস্টটি অবশ্য সরিয়ে নেওয়া হয়।

করোনাভাইরাস মহামারির সময়ে পার করে এই সিরিজ দিয়েই লম্বা সময় পর গ্যালারিতে ফেরে দর্শক। টি-টোয়েন্টির মতো টেস্টেও দর্শক প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। তবে চট্টগ্রামে ধারণ ক্ষমতার অর্ধেক নয়, তারচেয়ে অনেক কম টিকেট ছাড়া হয়েছে। প্রতিদিন মাঠে এসে খেলা দেখতে পারবেন ৫ হাজার মানুষ। এর বড় কারণ গ্যালারির অনেক চেয়ারই দেখভালের অভাবে ভেঙ্গে চুরমার!

 

Comments

The Daily Star  | English

Yunus urges calm, condemns lawyer's murder

He has ordered an investigation into the killing and appropriate legal course, read a Facebook post of his Press Secretary Shafiqul Alam

40m ago