জিম্বাবুয়েকে উড়িয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

মূল কাজটা করে গেলেন বোলাররা। অসাধারণ বোলিংয়ে জিম্বাবুয়েকে ধসিয়ে দিলেন তারা। এরপর বাকি কাজটা সারলেন ব্যাটাররা। তাতে জিম্বাবুয়েতে সহজ জয়ই মিলেছে বাংলাদেশ নারী দলের।

বুধবার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করতে নেমে ২৩.২ ওভারে মাত্র ৪৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ২৩৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় নিগার সুলতানার দল। 

লক্ষ্যটা ছিল ছিল বেশ ছোট। মাত্র ৪৯ রানের। সে লক্ষ্যে দেখে শুনে খেললেই কাজটা হয়ে যায়। তবে সে কাজ করতে খুব বেশি ধীর গতিতে এগোয়নি বাংলাদেশ। তবে এরমধ্যেই উইকেট হারায় দুটি। দলীয় ২১ রানেই ফিরে যান দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শারমিন আখতার।

তবে তৃতীয় উইকেটে ফারজানা হককে নিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রুমানা আহমেদ। অবিচ্ছিন্ন ২৮ রানের জুটি গড়েন তারা। রুমানা ১৬ ও ফারজানা ১১ রানে অপরাজিত থাকেন।

এদিন টস জিতেছিল বাংলাদেশ। বোলিং বেছে নেন ক্যারিয়ারে প্রথমবারের মতো বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া ফাহিমা খাতুন। আর অধিনায়কের সিদ্ধান্তটা যে শতভাগ সঠিক তা প্রমাণ করেন তার সতীর্থ বোলাররা। শুরু থেকেই জিম্বাবুয়েকে চেপে ধরেন তারা।

জিম্বাবুয়ে শিবিরে শুরুতে ধাক্কা দেন পেসার জাহানারা আলম। টপ অর্ডার ধসিয়ে দেন মূলত তিনি। এরপর মঞ্চে যোগ দেন দুই স্পিনার সালমা খাতুন ও নাহিদা আক্তার। এই তিন বোলার প্রত্যেকেই পান তিনটি করে উইকেট। অপর উইকেটটি নেন ঋতু মনি।

টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ের মাত্র একজন ব্যাটার স্পর্শ করেছেন দুই অঙ্ক। সাত নম্বরে নামা প্রিসিয়াস মারাঙ্গে করেছেন সর্বোচ্চ ১৭ রান। এছাড়া বাকি সবাই ছিলে আসা যাওয়ায় ব্যস্ত। শেষ চার উইকেট তারা হারিয়েছে কোনো রান না তুলেই।

৫.২ ওভার বল করে মাত্র ২ রান দিয়ে ৩টি উইকেট নেন নাহিদা। ৭ ওভার বল করে ৬ রানের খরচায় ৩টি উইকেট পান সালমা। সে তুলনায় কিছুটা খরুচে ছিলেন জাহানারা। ৬ ওভারে ১৮ রান দিয়ে পান ৩ উইকেট।

Comments

The Daily Star  | English

Exporters caught off guard by India’s import curbs

Hundreds of trucks carrying India-bound goods were either stuck or forced to leave without offloading goods at several Bangladeshi land ports yesterday.

7h ago