বেনাপোল বন্দরে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ
যশোরের বেনাপোল বন্দরে ভারত থেকে পাচার করে আনা বিপুল বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার রাতে ভারত ফেরত ল্যাগেজ পার্টির সদস্যদের ব্যাগ তল্লাশী করে ৭ লাখ টাকা মূল্যের এসব ওষুধ জব্দ করা হয়।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধ পাচার করে দেশে আনা হচ্ছে এমন সংবাদ পেয়ে একটি টিম নিয়ে কাস্টমস চেকপোস্টে অভিযান চালায়। অভিযানে আমদানি নিষিদ্ধ ট্যাবলেট, সার্জিকাল কেটগাট, মেডিসিন পাউডার, ল্যাবরেটরি রি-এজেন্টসহ বভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়।'
তিনি আরও জানান, জব্দ করা ওষুধ বেনাপোল কাস্টমস গুদামে জমা দেওয়া হয়েছে। তবে, কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে।
Comments