১১ ঘণ্টা পর ঢাকায় থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট সেবা চালু
প্রায় ১১ ঘণ্টা পরে ঢাকা বিভাগে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা চালু হয়েছে। আজ শুক্রবার বিকেলে পরিচয় গোপন রাখার শর্তে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, পর্যায়ক্রমে সব বিভাগের গ্রাহকরা ইন্টারনেট সেবা পাবেন।
তিনি আরও বলেন, আজ ভোর থেকে সারা দেশে মোবাইল ফোনে থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট সেবা বন্ধ ছিল। ইতোমধ্যে ঢাকায় মোবাইল ফোনে থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট সেবা চালু হয়েছে।
দেশজুড়ে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে— এ বিষয়ে জানতে চাইলে আজ সকালে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ডেইলি স্টারকে বলেছিলেন, 'কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। বিষয়টি চিহ্নিত করার চেষ্টা চলছে। যে কোনো সময় আবার মোবাইল ইন্টারনেট সেবা চালু হবে।'
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার কুমিল্লাসহ আশপাশের এলাকায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পরে কক্সবাজার, ব্রাক্ষণবাড়িয়াসহ আরও কয়েকটি জেলার গ্রাহকরা থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে অসুবিধায় পড়েন।
Comments