বনানীর গ্যালারি ‘কিউ’-তে ৯ নারী শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী

নারী শিল্পীদের সংগঠন 'কালারস' এর আর্ট ওয়ার্ক প্রদর্শিত হচ্ছে গ্যালারি 'কিউ' এর কিউরিয়াস বনানী আউটলেটে।

শিল্পীরা দীর্ঘ চর্চা ও মননের সমন্বয়ে প্রতিটি শিল্পকর্ম নির্মাণ করেছেন। প্রদর্শনীর বেশিরভাগ কাজই কন্সেপচুয়্যাল। দৈনন্দিন জীবনের গল্পগুলো শিল্পীরা তার শিল্পকর্মে রূপান্তরিত করেছেন প্রত্যেকের নিজস্ব প্রক্রিয়ায়। কখনো দ্বিতল ভূমিতে এবস্ট্রাক্ট, কখনো সুপার রিয়ালিস্টিক, কখনো ত্রিমাত্রিক ভঙ্গিতে স্থাপনা ও ভাস্কর্যে তাদের অনুভূতি প্রকাশ করেছেন।

গত ২৪ সেপ্টেম্বর প্রদর্শনী উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির পরিচালক মিনি করিম ও গুলশান সোসাইটির মহাসচিব ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ। এটি 'কালারস' এর সপ্তম প্রদর্শনী। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই প্রদর্শনীর পর্দা নামবে ১ অক্টোবর।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন ফারহানা আফরোজ, ফারজানা ইসলাম, মণিদীপা দাশগুপ্তা, মর্জিয়া বেগম, মোসাম্মাৎ শায়লা আক্তার, মুক্তি ভৌমিক, রেবেকা সুলতানা মলি, রেহানা ইয়াসমিন ও রিফাত জাহান কান্তা। জলরং, এক্রেলিক, মিশ্রমাধ্যম, ভাস্কর্য ও স্থাপনা শিল্পের এই বহুমাত্রার প্রদর্শনীটি শিল্পানুরাগীদের মাঝে সাড়া জাগিয়েছে।

গ্যালারি 'কিউ' এর আয়োজনে প্রথম এই শিল্পকলা প্রদর্শনীতে ৯ জন শিল্পীর ৮৬টি শিল্পকর্ম স্থান পেয়েছে।

ঠিকানা:

গ্যালারি 'কিউ'; কিউরিয়াস বনানী আউটলেট; প্লট ৫৮, রোড ১১, ব্লক এফ, বনানী, ঢাকা

Comments

The Daily Star  | English

Explosions rock Indian Kashmir

Sirens ring out in Jammu, projectiles in night sky; Islamabad says Indian drones earlier entered its airspace

2h ago