পদ্মা ব্যাংকের একীভূতকরণের আবেদন বিবেচনা করবে সরকার: অর্থমন্ত্রী
সরকারি ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার যে আবেদন পদ্মা ব্যাংকে করেছে, সরকার তা বিবেচনা করে দেখবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ইতোমধ্যেই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলো পদ্মা ব্যাংকে বিনিয়োগ করেছে।'
মন্ত্রী আরও বলেন, 'এই ব্যাংকের যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকে জেলে আছেন। এখন ব্যাংকের শেয়ার হোল্ডার ও ঋণগহীতাদের স্বার্থ বিবেচনা করে সরকারকে ব্যবস্থা নিতে হবে।'
সম্প্রতি পদ্মা ব্যাংক একীভূতকরণসহ বেশি কিছু ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছে।
তবে, সেই আবেদন অর্থমন্ত্রী এখনো দেখেননি বলে সাংবাদিকদের জানান।
Comments