কাল থেকে ভিসা আবেদন গ্রহণ করবে থাই দূতাবাস

thai_embassy_19sep21.jpg
ছবি: সংগৃহীত

আগামীকাল থেকে সব ধরনের ভিসা আবেদন গ্রহণ করবে দ্য রয়্যাল থাই অ্যাম্বাসি। আজ রোববার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ভিসার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে। একইসঙ্গে থাইল্যান্ড সরকারের প্রক্রিয়া অনুযায়ী ভিসা পাওয়ার জন্য যোগ্য হতে হবে। টিকা নেওয়া থাকলেও বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টিন থাকতে হবে।

Comments

The Daily Star  | English

Hasina regime silenced media

Shafiqul Alam says previous govt used state agencies to muzzle press

2h ago