‘টাকা চাওয়ায়’ দোকানিকে মারধরের অভিযোগ ২ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
পাওনা টাকা চাওয়ায় নুরুজ্জামান নামের রাজধানীর পলাশী বাজারের এক মুরগি বিক্রেতাকে মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২ নেতার বিরুদ্ধে।
নুরুজ্জামানের দাবি, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল (এসএম হল) শাখা ছাত্রলীগের সহসভাপতি ও হল সংসদের সাবেক ভিপি এম এম কামাল উদ্দিন এবং হল শাখা ছাত্রলীগের সহসভাপতি মিলন খান এই ঘটনার সঙ্গে জড়িত৷ তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় পলাশী বাজারে এ ঘটনা ঘটে৷
নুরুজ্জামান বলেন, 'আমি পলাশী বাজারে মুরগির ব্যবসা করি৷ কামাল ও মিলন আগেও তাদের ছোট ভাই পাঠিয়ে বাকিতে আমার দোকান থেকে মুরগি নিয়েছে৷ আজকেও মুরগি নেওয়ার জন্য কয়েকজনকে পাঠায়। আমি বাকিতে মুরগি দিতে অস্বীকার করি এবং পাওনা টাকা দিতে বলি। তখন তারা আমার ওপর চড়াও হয়। দোকান বন্ধ করতে বলে। কারণ জানতে চাইলে তারা আমার শার্টের কলার চেপে ধরে গালাগাল করে। কিছুক্ষণ পরে আরও ৭ থেকে ৮ জন এসে আমাকে মারধর করে৷ পিস্তল দেখিয়ে আমাকে গুলি করার হুমকি দেয় তারা৷ আমার সারা দিনে বিক্রির ১০ থেকে ১২ হাজার টাকা নিয়ে যায়৷'
এ বিষয়ে জানতে চাইলে এম এম কামাল উদ্দিন অভিযোগ অস্বীকার করেন৷ ঘটনার সময় তিনি ধানমন্ডি-৩২ নম্বরে অবস্থান করছিলেন উল্লেখ করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'অভিযোগকারী মুরগি বিক্রেতা মূলত গাঁজার ব্যবসা করে, নিজেও গাঁজা খায়৷ এমন খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাকে জিজ্ঞেস করে৷ তিনি উত্তেজিত হলে শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়৷'
মিলনকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
যোগযোগ করা হলে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়কে ডেইলি স্টারকে বলেন, 'আমি ঘটনাটি শুনেছি৷ ভুক্তভোগী বিষয়টি আমাকে জানিয়েছেন৷ ঘটনাটি তদন্ত করে পরবর্তীতে সাংগঠনিক ব্যবস্থা নেব৷'
Comments