বনানী থানার পরিদর্শক সোহেল রানা সাময়িক বরখাস্ত

ভারতে গ্রেপ্তার পুলিশ পরিদর্শক সোহেল রানা। ছবি: সংগৃহীত

ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়া বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে গতকাল রোববার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

ভারতে গ্রেপ্তার হওয়ার সংবাদ ও কর্মক্ষেত্রে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।

ডিএমপি এক আদেশে গতকাল উত্তরা-পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর গাজীকে বনানী থানায় সোহেলের স্থলাভিষিক্ত করেছে।

শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সোহেলকে কুচবিহার জেলার চ্যাংড়াবান্ধা থেকে আটক করে। তার বিরুদ্ধে ই-কমার্স প্ল্যাটফর্ম ই-অরেঞ্জের সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগ রয়েছে।

ই-অরেঞ্জের ভোক্তারা মামলা দায়ের পর তিনি বিনা অনুমতিতে কর্মক্ষেত্র ছেড়ে যান। পুলিশ তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

Comments

The Daily Star  | English

Why gold costs more in Bangladesh than in India, Dubai

Gold prices in Bangladesh continue to soar, leaving many to wonder why the precious metal costs more here than in neighbouring India or the global trading hub Dubai.

1h ago