‘নিউজিল্যান্ড সিরিজের আগেই বিশ্বকাপের দল দিলে দারুণ হতো’

Russell Domingo
ছবি: বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ কড়া নাড়ছে দুয়ার। ঘনিয়ে এসেছে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ তারিখ। আইসিসির বেধে দেওয়া সময় অনুযায়ী,  ১০ সেপ্টেম্বরের আগেই ঘোষণা করতে হবে দল। তবে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো মনে করছেন, নিউজিল্যান্ড সিরিজে নামার আগেই দল ঘোষণা করাটা হতো আদর্শ।

১ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজ। সিরিজের শেষ ম্যাচ ১০ তারিখ। অর্থাৎ সিরিজ শেষ হওয়ার আগেই দল ঘোষণা করতে হবে বিসিবিকে। তবে কাজটি আরও আগে করে ফেললে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের জন্য সুবিধা হতো বলে ভাবনা ডমিঙ্গোর। তারা তখন খেলতে পারতেন নির্ভার হয়ে,   'আমার মনে হয় নিউজিল্যান্ড সিরিজ শেষ হওয়ার এক-দুই দিন আগেই স্কোয়াড ঘোষণা করতে হবে। আমার মনে হয় কারা থাকবে সে সম্পর্কে আমাদের পরিস্কার ধারনা আছে। নিউজিল্যান্ড সিরিজের আগেই দল ঘোষণা করে দিলে দারুণ হতো। তাহলে এই সিরিজটা খেলোয়াড়রা দলে থাকার ভীতি ছাড়াই খেলতে পারত। কিন্তু আমার মনে হয় না আমরা সেটা করতে পারছি।'

নিউজিল্যান্ড সিরিজই বিশ্বকাপের  আগে বাংলাদেশের শেষ প্রতিযোগিতামূলক লড়াই। এই সিরিজের পারফরম্যান্স আত্মবিশ্বাসের জন্য জ্বালানি মনে করছেন কোচ,  'সিরিজ জেতাটা গুরুত্বপূর্ণ। আমরা ঘরের মাঠে খেলছি, আমরা বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসটা বাড়াতে চাই।'

এখনো পর্যন্ত বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপ স্কোয়াডের কোন সদস্যকেই বাংলাদেশ সফরে পাঠায়নি কিউইরা।

Comments