ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

du_clash1_29aug21.jpg
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রদলের দাবি, তাদের পূর্বঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে তাদের কোনো নেতাকর্মীদের সম্পৃক্ততা নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব দ্য ডেইলি স্টারকে বলেন, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে আজ সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। টিএসসির দিকে আসার সময় ছাত্রলীগ কর্মীরা আমাদের ওপর হামলা করে।

du_clash_29aug21.jpg
ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ছাত্রলীগের হামলায় আমাদের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন৷ এদের মধ্যে রয়েছেন— ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব মো. আমান উল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম খান আনিক, হাসান আল আরিফ, এবিএম ইজাজুল কবির রুয়েল, শরীফ প্রধান, আরিফুল ইসলাম, আহ্বায়ক সদস্য এস এম দিদারুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফ, ফারহান আরিফ, নাসির উদ্দিন শাওন, হাজী মুহম্মদ মহসিন হল ছাত্রদলের সভাপতি মো. ওমর ফারুক মামুন, শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সভাপতি গাজী মো. সাদ্দাম হোসেন, ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের সভাপতি মো. মাসুম বিল্লাহ, সূর্যসেন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার, বিজয় একাত্তর হল ছাত্রদলের সহসভাপতি আলমগীর হোসেনসহ অনেকে। আহত দুই জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন৷ বাকিদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ডেইলি স্টারকে বলেন, করোনার এই সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা মানবিক কার্যক্রম নিয়ে ব্যস্ত৷ ক্যাম্পাসে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে ছাত্রলীগের সাংগঠনিক কোনো সম্পর্ক নেই।

Comments

The Daily Star  | English

Hasina regime silenced media

Shafiqul Alam says previous govt used state agencies to muzzle press

42m ago