অনলাইনে ১৫ দিনে ৮২ লাখ টাকার ইলিশ বিক্রি

স্টার ফাইল ফটো

অনলাইনে গত ১০ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১৫ দিনে ৩৩ জন উদ্যোক্তা ৮২ লাখ টাকার ইলিশ বিক্রি করেছেন।

আজ শনিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও এটুআই আয়োজিত জেলা ব্র্যান্ডিং পণ্য ইলিশ ই-কমার্সের মাধ্যমে বাজারজাতকরণের উদ্দেশ্যে অংশীজন কর্মশালা এবং লাইভ ফ্রম ইলিশের বাড়ি শীর্ষক ক্যাম্পেইন বিষয়ক সভায় এ তথ্য তুলে ধরেন উইম্যান ফর ই কমার্স (উই) এর বাংলাদেশ সভাপতি নাসিমা আক্তার নিশা।

তিনি বলেন, এই অল্প সময়ে চাঁদপুরসহ দেশের ৩৩ জন উদ্যোক্তা এই সাফল্য অর্জন করেন।

সভায় সরাসরি উই-এর চাঁদপুর সভাপতি নাদিয়া রওশন বলেন, চাঁদপুর শহরের ৫ জন নারী উদ্যোক্তা যারা এবারই প্রথম অনলাইনে ইলিশ বিক্রি করছেন। তাদের মধ্যে একজন ১৫ লাখ টাকার ইলিশ বিক্রি করেছেন। এখনও চাঁদপুরের ইলিশের অনেক অর্ডার রয়েছে। কিন্তু সেই হারে ইলিশ না পাওয়ায়, দাম বেশি থাকায় উদ্যোক্তারা দিতে পারছে না।

সভায় ভার্চুয়ালি অংশ নেন আইসিটি ডিভিশনের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, এটুআইয়ের প্রকল্প পরিচালক আব্দুল মান্নান, উইম্যান ফর ই কমার্স (উই) সভাপতি নাসিমা আক্তার নিশা।

চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সরাসরি অংশ নেন চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. আনিসুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীসহ সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ীরা।

Comments

The Daily Star  | English

New Election Commission takes shape

Amid much speculation about when the next election might take place, former health and energy secretary AMM Nasir Uddin has been appointed as the new chief election commissioner.

24m ago