মোস্তাফিজকে চাপে ফেলতে চায় নিউজিল্যান্ড
বাংলাদেশে খেলতে আসা অস্ট্রেলিয়ার সবচেয়ে ভোগান্তির নাম ছিল মোস্তাফিজুর রহমান। মন্থর উইকেটে মোস্তাফিজের স্লোয়ার আর কাটার হয়ে উঠেছিল বিষধর। একই ভেন্যুতে নিউজিল্যান্ডের সামনেও নিশ্চিতভাবে হুমকি বাংলাদেশের সেরা এই বোলিং অস্ত্র। তবে তাকে সামলাতে পথ খুঁজছে কিউইরা, বরং মোস্তাফিজকেই চাপে ফেলে রান বের করতে চায় তারা।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসা নিউজিল্যান্ডের পুরো স্কোয়াডই দ্বিতীয় সারির। বিশ্বকাপ স্কোয়াডের একজন সদস্যকেও তারা বাংলাদেশে পাঠায়নি। অনভিজ্ঞতায় ভরা দলটির বাংলাদেশের কন্ডিশনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।
সেই চ্যালেঞ্জে সবচেয়ে বড় নাম মোস্তাফিজ। শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই সফরে কোচ হয়ে আসা গ্লেন পকন্যাল জানালেন, বাঁহাতি এই পেসারকে গভীরভাবে তলিয়ে দেখে উপায় বের করার পথে তারা, 'সে দুর্দান্ত বল করেছে (অস্ট্রেলিয়ার বিপক্ষে) । তার স্পেশাল ডেলিভারিগুলো যেভাবে সে প্রয়োগ করেছে এটা দেখা খুব চিত্তাকর্ষক ছিল। আমার মনে হয় অন্য বাংলাদেশি খেলোয়াড়দের মতো সে আমাদের হুমকি। আমরা তাকে গভীরভাবে তলিয়ে দেখেছি, আলোচনা করেছি কীভাবে তাকে টার্গেট করব। কিন্তু কীভাবে আমরা খেলায় সেটা প্রয়োগ করতে পারি এটা দেখার বিষয়। চেষ্টা করব তাকে চাপে ফেলতে এবং তার বিপক্ষে ভিন্ন কিছু করতে।'
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ খেলে ৮.৫৭ গড়ে মোস্তাফিজ নেন ৭ উইকেট। মারকাটারি টি-টোয়েন্টিতে ওভারপ্রতি তার বল থেকে অজিরা নিতে পারে মাত্র ৩.৫২ রান।
১ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। কিউই ব্যাটসম্যানরা মোস্তাফিজকে কীভাবে সামলাতে পারে সেদিনই হয়ত দেখা যাবে।
Comments