‘স্পেশাল’ মুহূর্তের অপেক্ষায় রবীন্দ্র

Rachin Ravindra

নিউজিল্যান্ডের হয়ে বাংলাদেশে এর আগেও খেলতে এসেছিলেন রাচীন রবীন্দ্র। তবে পাঁচ বছর আগে ২০১৬ সালে এসেছিলেন যুব বিশ্বকাপ খেলতে। সেবারের ১৬ বছরের কিশোর এবার ২১ পেরুনো তরুণ। যুব দল, 'এ' দল ঘুরে বিশেষ পরিস্থিতিতে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড মূল দলে। উপমহাদেশীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার অপেক্ষায় আছেন অভিষেকের।

রবীন্দ্রের বাবা-মা দুজনেই ভারতীয়। বাবা রবি কৃষ্ণমূর্তি বেঙ্গালুরুতে স্থানীয় পর্যায়ে ক্রিকেটও খেলতেন। ভারতের অনেক তারকার সঙ্গেই তিনি খেলেছেন। তবে পরে পরিবার নিয়ে থিতু হন নিউজিল্যান্ডে।

সেখানেই রবীন্দ্রের জন্ম ও বেড়ে উঠা। ওয়েলিংটনে বয়সভিত্তিক দলগুলোতে খেলার পর স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্রের সুযোগ ঘটে যুব দলে। বাংলাদেশে যুব বিশ্বকাপে খুব একটা আলো ছড়াতে না পারলেও ছিলেন নজরে।

টপ অর্ডার ব্যাটসম্যান আর বাঁহাতি স্পিনার হিসেবে খেলেছেন ঘরোয়া ক্রিকেট। এবার নিউজিল্যান্ডের মূল স্কোয়াডের কেউ বাংলাদেশে না আসায় সুযোগ আসে তার। বাংলাদেশের মন্থর ও টার্নিং কন্ডিশন বিবেচনায় একাদশেও থাকার সম্ভাবনা আছে। আর সেটা হলে মুহূর্তটাকে অবিশ্বাস্যরকম মনে হবে তার। বাংলাদেশে এসে জানালেন অপেক্ষায় আছেন তেমন কিছুর,  'নিউজিল্যান্ড হয়ে খেলতে পারা বরাবরই দারুণ ব্যাপার। এখানে অভিষেক হলে তা হবে অবিশ্বাস্যরকম স্পেশাল। আশা করছি সেটাহবে, দল হিসেবে আমরা জিতব এবং শিখতেও পারব অনেক। প্রতিটা ম্যাচ ধরে এগুতো হবে। যদি সুযোগ পাই চাওয়া থাকবে অবদান রাখার এবং দলকে জেতানোর।'

Comments