বিদেশে ব্যাংকে টাকা রাখলে উল্টো সুদ দিতে হয়: অর্থমন্ত্রী
বিদেশে ব্যাংকে অর্থ রাখলে আমানতকারীরা সুদ পান না, বরং উল্টো ব্যাংকগুলোকে সুদ দিতে হয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আ হ ম মোস্তফা কামাল বলেন, 'সারাবিশ্বে ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট পাওয়া যায় না। বরং আমানতকারীকে উল্টো ইন্টারেস্ট দিতে হয়। বাংলাদেশের যারা বিদেশে ব্যবসা করেন, তারা সেখানে ব্যাংকে টাকা রাখলে কোনো ইন্টারেস্ট পান না। যে কারণে তারা সেই অর্থ দেশে এনে জমা রাখেন।'
একদিকে ব্যাংকগুলো মুনাফা করে ২০-৩০ শতাংশ লভ্যাংশ দিচ্ছে, অন্যদিকে আমানতকারীরা ব্যাংকে টাকা রেখে কোন মুনাফা পাচ্ছেন, এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, 'সুদের হার নয় ও ছয় শতাংশ করার পর ব্যাংকগুলো স্বাস্থ্য ভালো হয়েছে।'
তিনি বলেন, 'বেসরকারি ব্যাংকগুলোর আর্থিক অবস্থা অনেক ভালো হয়েছে। বেশিরভাগ ব্যাংকের ব্যালেন্সশিট হেলদি। যে কারণে তারা লভ্যাংশ দিতে পেরেছে।'
'একইসঙ্গে সরকারি ব্যাংকের স্বাস্থ্যও অনেক ভালো হয়েছে। ফলে তাদের সরকারের বাজেট থেকে মূলধন যোগান দিতে হচ্ছে না', বলেন তিনি।
Comments