ম্যাককেয়নের ইতিহাস, বিশ্ব রেকর্ড গড়ে থামলেন ক্যালেব

টোকিও অলিম্পিকের পর্দা নামতে বাকি আরও এক সপ্তাহ। তবে এর অনেক আগেই আজ রোববার শেষ হলো সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট সাঁতার। শেষ দিনে সবার দৃষ্টি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালেব ড্রেসেল ও অস্ট্রেলিয়ার এমা ম্যাককেয়নের। নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জয়ের হাসিতেই অলিম্পিক শেষ করেছেন তারা। অলিম্পিকে নতুন ইতিহাস গড়েছেন ম্যাককেয়ন। আর ক্যালেবের আসরের শেষ ইভেন্টে গড়েছেন বিশ্ব রেকর্ড।

ইতিহাস গড়তে শেষ দিনে দুটি ইভেন্টের দুটিতেই পদক জিততে হতো ম্যাককেয়নকে। আর দুটি স্বর্ণ পদক জিতেই নিজেকে অনন্য উচ্চতায় তুলেছেন তিনি। আসরে মোট ৪টি স্বর্ণ পেলেন এ তরুণী। ৩টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক পান। কোনো একটি অলিম্পিকে প্রথম নারী হিসেবে ৭টি পদক পাওয়ার নতুন কীর্তি গড়েন এ অস্ট্রেলিয়ান সাঁতারু।

ম্যাককেয়নের মতো শেষ দিনে দুটি স্বর্ণ পদক পেয়েছেন ক্যালেবও। তাতে ক্যালেবের স্বর্ণের সংখ্যা দাঁড়ায় ৫টি। অবশ্য ৬টি স্বর্ণের লক্ষ্যে টোকিও এসেছিলেন এ সাঁতারু। কিন্তু পুরুষদের ১০০ মিটার মিশ্র মিডলে রিলে ছাড়া বাকি পাঁচটি ইভেন্টেই স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। আগে তিনটি অলিম্পিক রেকর্ড গড়া ক্যালেব এদিন বিশ্বরেকর্ড গড়েই আসর শেষ করেছেন।

রোববার টোকিও অ্যাকুয়াটিস সেন্টারে দিনের প্রথম ইভেন্টে পুলে নামেন ক্যালেব। সাঁতারের সবচেয়ে সংক্ষিপ্ত ডিসিপ্লিনে পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইলে নতুন অলিম্পিক রেকর্ড গড়েই রেস শেষ করেন তিনি। ৫০ মিটার পারি দিতে সময় নেন ২১.০৭ সেকেন্ড।

আর দিনের শেষ ইভেন্টেও পুলে নামেন ক্যালেব। এবার অবশ্য দলগত। পুরুষদের ৪x১০০ মিটার মিডলে রিলেতে। আর সেখানে সতীর্থদের নিয়ে নতুন বিশ্ব রেকর্ডই গড়েছেন তিনি। তাতে আরও একটি স্বর্ণ পদক জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৩ মিনিট ২৬.৭৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন তারা।

নারীদের ৫০ মিটার ফ্রিস্টাইলে এদিনের প্রথম স্বর্ণ পদক জিতে নেন ম্যাককেয়ন। ভেঙ্গেছেন নিজের অলিম্পিক রেকর্ড। এবার ২৩.৮১ সেকেন্ড সময় নিয়ে রেস শেষ করেন এ অস্ট্রেলিয়ান সাঁতারু।

আর সতীর্থদের নিয়ে নারীদের ৪x১০০ মিটার মিডলে রিলে ইভেন্টে স্বর্ণ পদক জিতে নেন ম্যাককেয়ন। এ ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়েন তারা। ৩ মিনিট ৫১.৬০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয় দলটি।

এ চার ইভেন্ট ছাড়া এদিন আরও একটি স্বর্ণ পদকের নিষ্পত্তি হয়। পুরুষদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ পদক জিতে নিয়েছেন ক্যালেবের স্বদেশী রবার্ট ফিঙ্কে।

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

3h ago