চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রতিবাদে প্রদীপ প্রজ্জ্বালন

প্রদীপ প্রজ্জ্বালন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের উদ্যোগের প্রতিবাদে আজ সোমবার প্রদীপ প্রজ্জ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিআরবি এলাকায় নাগরিক সমাজ আয়োজিত সপ্তম দিনের এ প্রতিবাদ কর্মসূচি ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো’ রবীন্দ্র সংগীতটি পরিবেশনের মাধ্যমে শুরু হয়।

চট্টগ্রাম জনস্বাস্থ্য সংরক্ষণ কমিটির আহ্বায়ক ডা. মাহফুজুর রহমান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্তসহ চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকরা এ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন বলেন, ‘সিআরবি হচ্ছে চট্টগ্রাম নগরীর অক্সিজেন কেন্দ্র। এখানে হাসপাতাল বা অন্যকোনো স্থাপনা নির্মিত হলে, এ অঞ্চলের পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে।’

‘তাই, এখানে হাসপাতাল নির্মাণ করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘সিআরবিতে হাসপাতাল নির্মাণ না করার দাবিটি পুরো চট্টগ্রামের। প্রধানমন্ত্রী নিশ্চয়ই এই বিষয়টি বিবেচনা করবেন।’

এর আগে, সকালে উদ্বিগ্ন নাগরিকরা ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র একই দাবিতে সিআরবি এলাকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সিআরবি বা চট্টগ্রাম রেলওয়ে বিল্ডিং বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর। এটি নির্মিত হয়েছিল ১৮৯৫ সালে। পাহাড়, টিলা আর উপত্যকায় ঘেরা এলাকায় এটির অবস্থান। এই ভবনের নাম অনুসারে লোকমুখে এই এলাকার নাম সিআরবি। পুরো এলাকাজুড়ে আছে নানান জাতের গাছপালা, আর তাদের ঘিরে নানা প্রজাতির পাখিদের অভয়ারণ্য। রয়েছে শতবর্ষী বৃক্ষও।

সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বের ভিত্তিতে এখানে একটি হাসপাতাল, একটি মেডিকেল কলেজ ও একটি নার্সিং ইনস্টিটিউট স্থাপনের জন্যে চুক্তি করে। এটা জানার পর থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠন এই জায়গায় হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকে। তাদের দাবি, এখানে হাসপাতাল নির্মিত হলে এই অঞ্চলের পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে।

Comments

The Daily Star  | English

Container service links Ctg to Karachi

Most of the cargo that arrived from Karachi contained industrial raw materials, including soda ash, dolomite, limestone, chemicals, onion, fabrics and potatoes

1h ago